PNB-তে এক বছরের জন্য ৫ লাখ টাকার FD করছেন? কত রিটার্ন পাবেন দেখুন, রইল সম্পূর্ণ হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
PNB FD Return Calculator: ফিক্সড ডিপোজিটে কোনও ঝুঁকি নেই। কারণ এটা বাজারের সঙ্গে যুক্ত নয়।
advertisement
1/7

কে আর চায় কষ্টের টাকা জলে যাক! সবাই তাই নিরাপদ বিনিয়োগই খোঁজেন। বিশেষ করে মধ্যবিত্ত বিনিয়োগকারীরা। এদিক থেকে ফিক্সড ডিপোজিট আদর্শ। টাকা নিরাপদ তো থাকেই, মেয়াদ শেষে গ্যারান্টিযুক্ত রিটার্নও মেলে।
advertisement
2/7
ফিক্সড ডিপোজিটে কোনও ঝুঁকি নেই। কারণ এটা বাজারের সঙ্গে যুক্ত নয়। ফলে বাজার উঠুক বা পড়ুক, তার প্রভাব এতে পড়ে না। বিনিয়োগের সময়ই সুদের হার ঠিক হয়ে যায়। ফলে কত টাকা রিটার্ন মিলবে, সেটাও জানা যায় আগাম। বর্তমানে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে মোটা টাকা রিটার্ন পাচ্ছেন বিনিয়োগকারীরা।
advertisement
3/7
পিএনবি-এর ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হারও তুলনামুলক ভাবে বেশি। ৭ দিন থেকে ১৪ দিন মেয়াদি এফডি-তে ৩.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। ১৫ দিন থেকে ২৯ দিন মেয়াদি এফডি-তেও সুদের হার একই। ৩০ দিন থেকে ৪৫ দিন মেয়াদের এফডি-তেও ৩.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
advertisement
4/7
৪৫ দিন থেকে ৬০ দিন মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে একটু বেশি হারে সুদ পান গ্রাহকরা। এই মেয়াদে সুদের হার ৪.৫ শতাংশ। ৬১ দিন থেকে ৯০ দিন মেয়াদেও এই হারেই সুদ দিচ্ছে পিএনবি। আবার ৯১ দিন থেকে ১৭৯ দিন মেয়াদে সুদের হার ৫.৫ শতাংশ।
advertisement
5/7
১৮০ দিন থেকে ২৭০ দিন মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ২৭১ দিন থেকে ২৯৯ দিন মেয়াদেও সুদের হার একই। কোনও পরিবর্তন নেই। ৩০০ দিন মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.০৫ শতাংশ। আবার ৩০১ দিন থেকে ১ বছর মেয়াদে ৬.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে গ্রাহককে।
advertisement
6/7
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.৮০ শতাংশ হারে সুদ পাচ্ছেন গ্রাহক। এখন এক বছর মেয়াদে যদি কেউ ৫ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত টাকা রিটার্ন পাবেন?
advertisement
7/7
ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর থেকে সহজেই এই হিসেব পাওয়া যায়। বিনিয়োগের পরিমাণ এবং সুদের হার দিলে, এই ক্যালকুলেটর ম্যাচিউরিটির পরিমাণ গণনা করে দেয়। সেই অনুযায়ী, এক বছর মেয়াদে ৫ লাখ টাকা বিনিয়োগ করলে ৬.৮০ শতাংশ সুদের হারে ৩৪,৮৭৭ টাকা লাভ হবে। তাহলে সুদ এবং আসল মিলিয়ে তিনি মোট ৫,৩৪,৮৭৭ টাকা রিটার্ন পাবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PNB-তে এক বছরের জন্য ৫ লাখ টাকার FD করছেন? কত রিটার্ন পাবেন দেখুন, রইল সম্পূর্ণ হিসেব