PM Vidyalaxmi Student Loan: লক্ষ লক্ষ টাকা ঢুকবে পড়ুয়াদের অ্যাকাউন্টে, কারা পাবেন? কীভাবে মিলবে বিদ্যালক্ষ্মী যোজনার সুবিধা?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
PM Vidyalaxmi Student Loan: মেধাবী ছাত্রছাত্রীদের যাতে উচ্চশিক্ষা গ্রহণে কোনও বাধা না আসে, তার জন্যে এই বিদ্যালক্ষ্মী শিক্ষাঋণ। কারা পাবেন বিশদে জানুন।
advertisement
1/8

পশ্চিমবঙ্গের ধাঁচে এবারর এনডিএ ২.০-র শিক্ষাঋণ। উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সমস্যার মুখে যাতে না পড়তে হয়, তার জন্য পিএম বিদ্যালক্ষ্মী যোজনা আনল কেন্দ্র।
advertisement
2/8
বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পি এম বিদ্যালক্ষ্মী যোজনার কথা ঘোষণা করেন এবং জানান এতে ৩৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পড়ুয়াদের ভবিষ্যতের জন্য।
advertisement
3/8
মেধাবী ছাত্রছাত্রীদের যাতে উচ্চশিক্ষা গ্রহণে কোনও বাধা না আসে, তার জন্যে এই যোজনা রূপায়ণ করা হল বলে ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পড়ুয়ারা।
advertisement
4/8
বার্ষিক ৮ লক্ষের নীচে আয় থাকা পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় কোনও কো ল্যাটারাল, গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা মিলবে।
advertisement
5/8
এবং সেই লোনে ৩% সুদ ছাড়েরও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
advertisement
6/8
ছাত্রদের- ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় ৮ লাখ টাকা পর্যন্ত হলে এডুকেশন লোনের সুদের উপর তারা ৩ শতাংশ ছাড় পাওয়ার যোগ্য ৷ এই ছাড় ১০ লাখ টাকা পর্যন্ত লোনের উপর প্রযোজ্য হবে ৷
advertisement
7/8
এর পাশাপাশি ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত লোনে ৭৫ শতাংশ ক্রেডিট গ্যারেন্টির সুবিধা পাওয়া যাবে ৷
advertisement
8/8
শিক্ষাঋণ একটি স্বচ্ছ, ছাত্র-বান্ধব এবং ডিজিটাল আবেদন প্রক্রিয়ার মাধ্যমে সহজতর করা হবে যা সকল ব্যাঙ্কের জন্য গ্রহণযোগ্য হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Vidyalaxmi Student Loan: লক্ষ লক্ষ টাকা ঢুকবে পড়ুয়াদের অ্যাকাউন্টে, কারা পাবেন? কীভাবে মিলবে বিদ্যালক্ষ্মী যোজনার সুবিধা?