PM Shram Yogi Man Dhan Yojna: Modi সরকারের বড় ধামাকা! মাত্র ২ টাকা বিনিয়োগ করে ৩৬ হাজার টাকার Pension!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
PM Shram Yogi Man Dhan Yojana: ৬০ বছর থেকেই এই পেনশন পেতে থাকবেন, যদি এখন থেকেই মাত্র ২ টাকা করে বিনিয়োগ করেন
advertisement
1/9

যদি বিনিয়োগের পরিকল্পনা থেকে থাকে ক্ষেত্রে এই খবরটি বিশেষ ভাবে উপকার করে থাকে (The special investment plan for those who works in unorganized field) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
মাত্র ২ টাকা সঞ্চয় করে ৩৬,০০০ টাকার লাভ পাওয়া যাবে ৷ কেন্দ্রীয় সরকারের এক বড় উদ্যোগে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এক বিশেষ প্রকল্প রয়েছে (The Big Projects of Narendra Modi Government who works in unorganized field) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
যে প্রকল্পের মাধ্যমে দৈনিক মজুরির মাধ্যমে কাজ করে থাকেন তাঁদের জন্য মোদি সরকারের এক অনবদ্য প্রকল্প (Modi govt investment scheme) ৷ প্রধানমন্ত্রী শ্রম মানধন যোজনা (PM Shram Yogi Man Dhan Yojna) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এই যোজনার মাধ্যমে কামার, কুমোড়, রাজমিস্ত্রি, কুলি মজুর-সহ একাধিক শ্রমজীবী মানুষ মূলত যাঁরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাঁদের জন্যই এই প্রকল্প বিশেষ ভাবে উপকৃত করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
প্রতিদিন মাত্র ২ টাকা করে সঞ্চয় করলে বছরে ৩৬,০০০ টাকা পেনশনের বিশাল সুযোগ থাকছে (Daily in investment of 2 rupees can bring monthly 3 thousand rupees gurrantteed Pension) ৷ যাঁদের বয়স ১৮ বছর এই প্রকল্প তাঁদের বিশেষ ভাবে সাহায্য করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
প্রতিদিন মাত্র ২ টাকা করে সঞ্চয় করলে মাসে জমবে ৫৫ টাকা ৷ যার ফলে বছরে ৩৬ হাজার টাকা পেনশনের বিশাল সুযোগ থাকছে ৷ ৬০ বছর হওয়ার পরে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
এই প্রকল্পের অন্তর্গত আবেদন করলে যে যে নথিপত্র থাকতে হবে সেগুলি হল ৷ একটি সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) বা জনধন অ্যাকাউন্ট নম্বর (Jandhan Account Number), মোবাইল নম্বর (Mobile Phone Number) ও আধার কার্ড (Aadhaar Number) থাকতে হবে ৷ বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর তবেই আবেদন করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
শ্রমিকদের নাম নথিভুক্ত করতে কমন সার্ভিস সেন্টারে নাম নথিভুক্ত করার সুযোগ থাকছে ৷ এই যোজনার জন্য ভারত সরকার একটি ওয়েব পোর্টাল চালু করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
মূলত এই যোজনা কেন্দ্রীয় সরকারের শ্রম দফতরের অন্তর্গত ৷ LIC, EPFO শ্রমিক সহায়তা কেন্দ্রের নির্মাণ করেছে ৷ এই যোজনা সংক্রান্ত বিষয়ে শ্রমিকদের ক্ষেত্রে বিভিন্ন তথ্য প্রদান করা হয় এখান থেকেই ৷ এই যোজনার জন্য নরেন্দ্র মোদি সরকার ১৮০০২৬৭৬৮৮৮ টোল ফ্রি নম্বর জারি করেছে ৷ এই নম্বরের মাধ্যমেও যোজনা সম্পর্কিত নানান তথ্য পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Shram Yogi Man Dhan Yojna: Modi সরকারের বড় ধামাকা! মাত্র ২ টাকা বিনিয়োগ করে ৩৬ হাজার টাকার Pension!