TRENDING:

PM Shram Yogi Man Dhan Yojna: Modi সরকারের বড় ধামাকা! মাত্র ২ টাকা বিনিয়োগ করে ৩৬ হাজার টাকার Pension!

Last Updated:
PM Shram Yogi Man Dhan Yojana: ৬০ বছর থেকেই এই পেনশন পেতে থাকবেন, যদি এখন থেকেই মাত্র ২ টাকা করে বিনিয়োগ করেন
advertisement
1/9
Modi সরকারের বড় ধামাকা! মাত্র ২ টাকা বিনিয়োগ করে ৩৬ হাজার টাকার Pension!
যদি বিনিয়োগের পরিকল্পনা থেকে থাকে ক্ষেত্রে এই খবরটি বিশেষ ভাবে উপকার করে থাকে (The special investment plan for those who works in unorganized field) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
মাত্র ২ টাকা সঞ্চয় করে ৩৬,০০০ টাকার লাভ পাওয়া যাবে ৷ কেন্দ্রীয় সরকারের এক বড় উদ্যোগে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এক বিশেষ প্রকল্প রয়েছে (The Big Projects of Narendra Modi Government who works in unorganized field) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
যে প্রকল্পের মাধ্যমে দৈনিক মজুরির মাধ্যমে কাজ করে থাকেন তাঁদের জন্য মোদি সরকারের এক অনবদ্য প্রকল্প (Modi govt investment scheme) ৷ প্রধানমন্ত্রী শ্রম মানধন যোজনা (PM Shram Yogi Man Dhan Yojna) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এই যোজনার মাধ্যমে কামার, কুমোড়, রাজমিস্ত্রি, কুলি মজুর-সহ একাধিক শ্রমজীবী মানুষ মূলত যাঁরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাঁদের জন্যই এই প্রকল্প বিশেষ ভাবে উপকৃত করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
প্রতিদিন মাত্র ২ টাকা করে সঞ্চয় করলে বছরে ৩৬,০০০ টাকা পেনশনের বিশাল সুযোগ থাকছে (Daily in investment of 2 rupees can bring monthly 3 thousand rupees gurrantteed Pension) ৷ যাঁদের বয়স ১৮ বছর এই প্রকল্প তাঁদের বিশেষ ভাবে সাহায্য করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
প্রতিদিন মাত্র ২ টাকা করে সঞ্চয় করলে মাসে জমবে ৫৫ টাকা ৷ যার ফলে বছরে ৩৬ হাজার টাকা পেনশনের বিশাল সুযোগ থাকছে ৷ ৬০ বছর হওয়ার পরে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
এই প্রকল্পের অন্তর্গত আবেদন করলে যে যে নথিপত্র থাকতে হবে সেগুলি হল ৷ একটি সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) বা জনধন অ্যাকাউন্ট নম্বর (Jandhan Account Number), মোবাইল নম্বর (Mobile Phone Number) ও আধার কার্ড (Aadhaar Number) থাকতে হবে ৷ বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর তবেই আবেদন করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
শ্রমিকদের নাম নথিভুক্ত করতে কমন সার্ভিস সেন্টারে নাম নথিভুক্ত করার সুযোগ থাকছে ৷ এই যোজনার জন্য ভারত সরকার একটি ওয়েব পোর্টাল চালু করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
মূলত এই যোজনা কেন্দ্রীয় সরকারের শ্রম দফতরের অন্তর্গত ৷ LIC, EPFO শ্রমিক সহায়তা কেন্দ্রের নির্মাণ করেছে ৷ এই যোজনা সংক্রান্ত বিষয়ে শ্রমিকদের ক্ষেত্রে বিভিন্ন তথ্য প্রদান করা হয় এখান থেকেই ৷ এই যোজনার জন্য নরেন্দ্র মোদি সরকার ১৮০০২৬৭৬৮৮৮ টোল ফ্রি নম্বর জারি করেছে ৷ এই নম্বরের মাধ্যমেও যোজনা সম্পর্কিত নানান তথ্য পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Shram Yogi Man Dhan Yojna: Modi সরকারের বড় ধামাকা! মাত্র ২ টাকা বিনিয়োগ করে ৩৬ হাজার টাকার Pension!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল