PM Kisan: 'এই' কৃষকরা পাবেন না ২০তম কিস্তির টাকা ! আপনার নাম আছে তো সুবিধাভোগীদের লিস্টে ? চেক করে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM KISAN: PM-Kisan প্রকল্পের ২০তম কিস্তি আসছে, তবে যাঁদের আবেদন এখনও অসম্পূর্ণ বা শর্ত পূরণ হয়নি, তাঁরা এই কিস্তির টাকা পাবেন না। আপনি তালিকায় আছেন কি না, এখনই অনলাইনে গিয়ে যাচাই করে নিন।
advertisement
1/7

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দেশের কোটি কোটি কৃষকরা ৷ পিএম কিষান কেন্দ্র সরকারের জনপ্রিয় যোজনাগুলির মধ্যে একটি ৷ কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই যোজনা চালু করা হয়েছিল ৷ বছরে ৬০০০ টাকা তিনটি কিস্তিতে (২০০০ টাকা করে) কষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷ তবে বিপুল সংখ্যক এমন কৃষকও আছেন যাঁরা এই যোজনার সুবিধা পাবেন না ৷ দেখে নিন আপনার নাম সুবিধাভোগীদের লিস্টে আছে তো ?
advertisement
2/7
কারা পাবেন না ২০তম কিস্তির টাকা -সরকারের জারি করা গাইডলাইন না মেনে চললে মিলবে না যোজনার টাকা ৷ নিয়ম অনুযায়ী, যোজনার সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ওটিপির মাধ্যমে সহজেই ই-কেওয়াইসি করা যাবে ৷
advertisement
3/7
নিজের নাম নথিভুক্ত করার সময় কোনও তথ্যে ভুল থাকলে আটকে যেতে পারে টাকা ৷ দেরি না করে জেলা কৃষি কার্যালয়ে গিয়ে ভুলগুলি ঠিক করে নিন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া থাকলে আটকে যাবে টাকা ৷
advertisement
4/7
এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷ যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সুবিধাভোগীদের লিস্টে নিজের নাম চেক করে নিন ৷
advertisement
5/7
স্টেটাস চেক করবেন কী করে ?
advertisement
6/7
অফিশিয়াল ওয়েবসাইটের হোম পেজে গিয়ে বেনিফিশিয়ারি স্টেটাস ক্লিক করতে হবেনিজের মোবাইল নম্বর ও আধার কার্ড নম্বর দিয়ে নিজের স্টেটাস চেক করে নিন
advertisement
7/7
যোজনা সংক্রান্ত কোনও সমস্যা থাকলে পিএম কিষান ই-মেন আইডি pmkisan-ict@gov.in-তে জানাতে পারেন ৷ এছাড়া 155261 বা 1800115526 (Toll Free) বা 011-23381092 নম্বরে যোগাযোগ করতে পারেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: 'এই' কৃষকরা পাবেন না ২০তম কিস্তির টাকা ! আপনার নাম আছে তো সুবিধাভোগীদের লিস্টে ? চেক করে নিন