TRENDING:

PM Kisan: অবশেষে অপেক্ষার অবসান ! কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল পিএম কিষান যোজনার টাকা

Last Updated:
PM Kisan: অবশেষে কৃষকদের অপেক্ষার অবসান। পিএম কিষান যোজনার টাকা আজই জমা হয়েছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনি টাকা পেয়েছেন কি না, কীভাবে স্ট্যাটাস চেক করবেন—জেনে নিন।
advertisement
1/6
PM Kisan: অবশেষে অপেক্ষার অবসান ! কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল পিএম কিষান যোজনার টাকা
কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় উপহার ৷ ১৯ নভেম্বর বুধবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল পিএম কিষান যোজনার ২১তম কিস্তির টাকা ৷ এবার প্রায় ৯ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে মোট ১৮ হাজার কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ আপনার অ্যাকাউন্টে কি টাকা ক্রেডিট হয়েছে ? স্টেটাস চেক করে জেনে নিন ৷
advertisement
2/6
কীভাবে চেক করবেন স্টেটাস ?স্টেপ ১ – প্রথমে পিএম কিষাণ যোজনা-র অফিসিয়াল ওয়েবসাইটে যান।স্টেপ ২ – সেখানে Beneficiary Status অপশনে ক্লিক করুন। এটি আপনি Farmer Corner সেকশনে পাবেন।স্টেপ ৩ – এরপর আপনার আধার নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা অ্যাকাউন্ট নম্বর
advertisement
3/6
পিএম কিষাণ যোজনায় কখন টাকা আসে?এই যোজনার আওতায় কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। এই টাকা তিনটি কিস্তিতে প্রদান করা হয়। যেমন—প্রথম কিস্তি: এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে,দ্বিতীয় কিস্তি: আগস্ট থেকে নভেম্বরের মধ্যে,তৃতীয় কিস্তি: ডিসেম্বর থেকে মার্চের মধ্যে৷ তবে কিস্তির টাকা কখনও কখনও কয়েক দিন বা মাস দেরিতেও আসতে পারে।
advertisement
4/6
পিএম কিষাণ যোজনা সম্পর্কিত সাধারণ প্রশ্ন -১. আমি যদি ট্যাক্স দিই, তাহলে কি পিএম কিষাণ যোজনার সুবিধা পাব?না। যদি কেউ পুরনো বা নতুন— যে কোনও ট্যাক্স রেজিমের অধীনে আয়কর প্রদান করেন, তাহলে তিনি পিএম কিষাণ যোজনার সুবিধা পাবেন না।
advertisement
5/6
২. ভূমিহীন কৃষকরা কি এই যোজনার সুবিধা পাবেন?না। পিএম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী শুধুমাত্র যাদের নামে চাষযোগ্য জমি আছে, তারাই এই স্কিমের সুবিধা নিতে পারবেন। ভূমিহীন কৃষকরা এই যোজনার টাকা পাওয়ার যোগ্য নন।
advertisement
6/6
৩. দুই ভাইয়ের যৌথ পরিবার হলে কতজন এই সুবিধা পাবেন?পিএম কিষাণ যোজনায় একটি পরিবারের মাত্র একজন সদস্যই সুবিধা পান। পরিবার বলতে স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানকে বোঝানো হয়।তবে যদি দুই ভাইয়ের আলাদা আলাদা পরিবার থাকে (অর্থাৎ দুজনেরই বিবাহ হয়েছে), তাহলে তাদের আলাদা পরিবার হিসেবে ধরা হবে এবং উভয় ভাই-ই স্কিমের সুবিধা পেতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: অবশেষে অপেক্ষার অবসান ! কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল পিএম কিষান যোজনার টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল