PM Kisan: অবশেষে অপেক্ষার অবসান ! ‘এই’ দিন অ্যাকাউন্টে আসবে ২০ তম কিস্তির টাকা ...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM KISAN: সরকারি রিপোর্টস অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগাস্টের প্রথম সপ্তাহে নিজের কেন্দ্র বারাণসী থেকে ২০তম কিস্তির টাকা জারি করতে চলেছেন ৷
advertisement
1/8

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য বড় সুখবর ৷ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অগাস্টের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ২০ তম কিস্তির টাকা ৷ সরকারি রিপোর্টস অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগাস্টের প্রথম সপ্তাহে নিজের কেন্দ্র বারাণসী থেকে ২০তম কিস্তির টাকা জারি করতে চলেছেন ৷
advertisement
2/8
২ অগাস্ট আসবে ২০তম কিস্তির টাকা -ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এক্স (পূর্বে ট্যুইটার)-এ জানিয়েছে যে এখন আর কৃষকদের বেশি দিন অপেক্ষা করতে হবে না।প্রধানমন্ত্রীর ২০তম কিস্তির অর্থ আগামী ২ আগস্ট, ২০২৫ তারিখে উত্তরপ্রদেশের বারাণসী থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।যদি মোবাইলে মেসেজ টোন বাজে, তাহলে বুঝে নিন—আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা পৌঁছে গিয়েছে।
advertisement
3/8
কেন বিশেষ গুরুত্বপূর্ণ PM-Kisan-এর ২০তম কিস্তি?PM-কিষান যোজনার ২০তম কিস্তিটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধুমাত্র কৃষকদের চাষাবাদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করে ৷ এর পাশাপাশি পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতেও বড় ভূমিকা পালন করে।এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য করা হয় ৷
advertisement
4/8
এখন পর্যন্ত দেওয়া ১৯টি কিস্তির মাধ্যমে প্রায় ৯.৮ কোটি কৃষক উপকৃত হয়েছেন, যা এই যোজনার সাফল্যকে তুলে ধরে।আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এক বিশেষ অনুষ্ঠানে একটি বোতাম প্রেস করে এই অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন।স্বচ্ছতা বজায় রাখা ও জালিয়াতি রোধে ই-কেয়াইসি (e-KYC) ও আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সহায়তা প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছায় ৷
advertisement
5/8
কীভাবে ব্যালান্স চেক করবেন?PM-কিষান যোজনার ২০তম কিস্তি আপনার অ্যাকাউন্টে এসেছে কি না, তা জানতে কী করতে হবে ?
advertisement
6/8
প্রথমে ভিজিট করুন pmkisan.gov.inহোমপেজে গিয়ে "Beneficiary Status" অপশনটিতে ক্লিক করুনএরপর নিজের আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিনএরপর "Get Data" বোতামে ক্লিক করুনস্ক্রিনে আপনার কিস্তির বর্তমান স্টেটাস (আসছে/এসেছে/প্রক্রিয়াধীন) দেখা যাবেএইভাবে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার ২০তম কিস্তির টাকা জমা হয়েছে কি না।
advertisement
7/8
যদি কিস্তির টাকা এসে যায়, তাহলে স্ক্রিনে “Payment Success” লেখা থাকবে। আর যদি না আসে, তাহলে সেখানে কারণ দেখানো হবে, যেমন:ই-কেরাইসি (e-KYC) অসম্পূর্ণব্যাঙ্কের বিবরণ ভুলআধার সংযোগ না থাকা
advertisement
8/8
কিস্তির টাকা পাওয়ার জন্য, অবশ্যই:ই-কেরাইসি সম্পূর্ণ করতে হবেসঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবেএজমির রেকর্ড সঠিকভাবে আপলোড করতে হবে
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: অবশেষে অপেক্ষার অবসান ! ‘এই’ দিন অ্যাকাউন্টে আসবে ২০ তম কিস্তির টাকা ...