PM Kisan: কৃষকদের জন্য বড় সুখবর...একবারে অ্যাকাউন্টে আসবে ৪ হাজার টাকা ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: অনেক কৃষকের ২১তম কিস্তি জমা হয়নি প্রয়োজনীয় কাজ অসম্পূর্ণ থাকার কারণে। সব আপডেট সম্পন্ন হলে পরবর্তী কিস্তির সঙ্গে আটকে থাকা কিস্তিও মিলতে পারেন।
advertisement
1/6

চাষ করার সময় কৃষককে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। ভাল মানের বীজ, চাষের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপযুক্ত আবহাওয়ার মতো আরও অনেক জিনিস খুঁজে পাওয়াও বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
advertisement
2/6
অর্থনৈতিকভাবে দুর্বল কৃষকদের জন্য এই সমস্যাগুলো আরও বেশি গুরুতর। কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল। এবার এই যোজনার ২১তম কিস্তি ইতিমধ্যেই অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এখন কৃষকরা ২২তম কিস্তির অপেক্ষায় আছেন।
advertisement
3/6
তবে অনেক কৃষক আছেন যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ২১তম কিস্তির টাকা আসেনি। তাঁদের কিস্তি আটকে দেওয়া হয়েছে। আটকে থাকা কিস্তির টাকা কবে আসতে পারে ? যদি কিস্তি আটকে যাওয়ার কারণগুলোর দিকে নজর দেওয়া হয়, তাহলে দেখা যাবে… পিএম কিষান যোজনার ২১তম কিস্তির সুবিধা ৯ কোটিরও বেশি যোগ্য কৃষক ইতিমধ্যেই পেয়েছেন। কিন্তু বহু কৃষকের কিস্তি আটকে আছে। এর কিছু নির্দিষ্ট কারণ রয়েছে।
advertisement
4/6
প্রথম কারণ হতে পারে জমির যাচাইকরণ না হওয়া। যদি এই কাজটি সম্পন্ন না হয়, তাহলে আপনার কিস্তি আটকে যেতে পারে। কিস্তির টাকা না পাওয়ার দ্বিতীয় কারণ হতে পারে ই-কেয়েসি (e-KYC) সম্পূর্ণ না হওয়া। সরকারের পাঠানো টাকা সঠিক ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য কেয়েসি (KYC) করা হয়। আপনি যদি এই প্রক্রিয়া সম্পন্ন না করেন, তবে আপনার কিস্তি থেমে যাবে।
advertisement
5/6
আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল—কেন্দ্র সরকার পিএম কিষান যোজনার টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে। এই কিস্তি ডিবিটি (DBT)–র মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি বিকল্প সক্রিয় না থাকে, তাহলে আপনার কিস্তি আটকে যেতে পারে। তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি বিকল্প অবশ্যই সক্রিয় করে নিন।
advertisement
6/6
আটকে থাকা কিস্তি কবে আসবে? – আপনি যদি পিএম কিষান যোজনার সঙ্গে যুক্ত থাকেন এবং কোনও কাজ অসম্পূর্ণ থাকার কারণে আপনার কিস্তি আটকে গিয়ে থাকে, তাহলে সেই কাজগুলো দ্রুত সম্পন্ন করে নেওয়া উচিত। আপনার সব কাজ সম্পূর্ণ হলে রাজ্য সরকার আপনার নাম কেন্দ্র সরকারের কাছে পাঠাবে। তারপর কেন্দ্র সরকার পরবর্তী কিস্তির সঙ্গে আপনার আটকে থাকা কিস্তির টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারে। অর্থাৎ, যদি এই কিস্তি আটকে থাকে, তাহলে বলা যায় যে পরের কিস্তিতে আপনি একসঙ্গে ৪,০০০ টাকা পেতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কৃষকদের জন্য বড় সুখবর...একবারে অ্যাকাউন্টে আসবে ৪ হাজার টাকা ?