PM Kisan: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৮তম কিস্তি নিয়ে কৃষকদের যা জানা খুবই গুরুত্বপূর্ণ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
PM Kisan: এখনও পর্যন্ত ১০.৩০ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ২০০০-২০০০ টাকা করে জমা হয়েছে।
advertisement
1/10

পিএম কিষাণের ১৮তম কিস্তি কবে আসবে? এই প্রশ্নটি এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত ১২ কোটিরও বেশি কৃষকের মনে। যাই হোক, এখন এই কৃষকদের জন্য আরও গুরুত্বপূর্ণ এবং দরকারি খবর এসেছে। পিএম কিষাণের ১৮তম কিস্তির আগে একটি বড় পরিবর্তন ঘটেছে। এখন সুবিধাভোগীরা PM কিষাণ পোর্টাল বা অ্যাপের মাধ্যমে নিজের মোবাইল নম্বর রেজিস্টার করতে পারবেন।
advertisement
2/10
এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, পিএম কিষাণের অগাস্ট-নভেম্বরের কিস্তি এই মাস থেকে ৩০ নভেম্বরের মধ্যে যে কোনও সময় আসতে পারে। সরকার এখনও কোনও তারিখ ঘোষণা করেনি। এই স্কিমের ১৭তম কিস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ জুন প্রকাশ করেছিলেন। এখনও পর্যন্ত ১০.৩০ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ২০০০-২০০০ টাকা করে জমা হয়েছে। এখন মানুষ ১৮তম কিস্তির জন্য অপেক্ষা করছে। কেউ যদি এর মধ্যে নিজেদের মোবাইল নম্বর পরিবর্তন করে থাকেন, তাহলে অবিলম্বে তা আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
3/10
কিষাণ পোর্টাল থেকে নিজেদের মোবাইল নম্বর আপডেট করার জন্য কোথাও যেতে হবে না। বরং নিজেদের কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল থেকে সহজেই ঘরে বসে এই কাজ করা যেতে পারে। নিচের ধাপগুলো অনুসরণ করে নিজেদের মোবাইল নম্বর আপডেট করা যাবে।
advertisement
4/10
স্টেপ ১: প্রথমেই পিএম কিষাণ পোর্টালে যেতে হবে https://pmkisan.gov.in/।
advertisement
5/10
স্টেপ ২: এখানে কৃষক কর্নার ই-কেওয়াইসি, নতুন কৃষক রেজিস্টার, স্ব-নিবন্ধিত কৃষক/সিএসসি কৃষকদের অবস্থা, স্ব-নিবন্ধিত কৃষকদের আপডেট সবকিছু রয়েছে। এখানে নিজেদের নামের স্ট্যাটাসের পর আপডেট মোবাইল নম্বর অপশন আসবে। এটিতে ক্লিক করতে হবে।
advertisement
6/10
স্টেপ ৩: এরপর রেজিস্ট্রেশন নম্বর বা আধার নম্বর দেওয়ার পরে, ক্যাপচা কোড দিতে হবে এবং সার্চ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
7/10
স্টেপ ৪: এরপর সম্মতি দিতে হবে এবং আধার ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
advertisement
8/10
স্টেপ ৫: এরপর আধার লিঙ্কযুক্ত মোবাইলে একটি OTP আসবে। প্রদত্ত বক্সে এটি এন্টার করতে হবে এবং যাচাই বাটনে ক্লিক করতে হবে।
advertisement
9/10
স্টেপ ৬: এরপরে নিজেদের সম্পূর্ণ বিবরণ সামনে আসবে। এতে রেজিস্ট্রেশন নম্বর, নাম, মোবাইল নম্বর, আধার নম্বর, জন্ম তারিখ এবং লিঙ্গ দেওয়া থাকবে। এরপর নিচের বক্সে নতুন মোবাইল নম্বর লিখতে হবে এবং Get OTP অপশনে ক্লিক করতে হবে।
advertisement
10/10
স্টেপ ৭: এরপর ওটিপি লিখতে হবে এবং যাচাই করতে হবে। এরপর সেই নতুন মোবাইল নম্বর যোগ করা হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৮তম কিস্তি নিয়ে কৃষকদের যা জানা খুবই গুরুত্বপূর্ণ