TRENDING:

PM Kisan: ২২ তম কিস্তির টাকা কবে আসবে অ্যাকাউন্টে ? e-KYC করবেন কী ভাবে ?

Last Updated:
PM Kisan Samman Nidhi Yojana: PM-Kisan যোজনার ২২তম কিস্তির ₹২,০০০ টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে আসবে? e-KYC করার সহজ পদ্ধতি ও গুরুত্বপূর্ণ আপডেট এখানে পড়ুন।
advertisement
1/8
PM Kisan: ২২ তম কিস্তির টাকা কবে আসবে অ্যাকাউন্টে ? e-KYC করবেন কী ভাবে ?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা PM-Kisan হল ভারতের কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষক কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষক পরিবারগুলিকে বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তাঁদের কৃষিকাজ ও পারিবারিক খরচের কিছুটা হলেও সহায়তা পাওয়া যায়।
advertisement
2/8
যোজনার টাকার জন্য কৃষকদের অবশ্যই e-KYC সম্পন্ন করতে হবে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার (UID)-এর সঙ্গে লিঙ্ক করতে হবে এবং PM-Kisan পোর্টালে জমির নথি সঠিকভাবে নথিভুক্ত আছে কি না তা নিশ্চিত করতে হবে।
advertisement
3/8
২২তম কিস্তি কবে জমা হবে?PM-Kisan যোজনার ২২তম কিস্তি ২০২৬ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত প্রতি চার মাস অন্তর এই কিস্তি দেওয়া হয় এবং প্রতি কিস্তির পরিমাণ ২,০০০ টাকা।এর আগে ২১তম কিস্তি ২০২৫ সালের ১৯ নভেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটুরে প্রদান করা হয়েছিল।
advertisement
4/8
e-KYC কেন বাধ্যতামূলক?PM-Kisan যোজনার সুবিধা যেন প্রকৃত উপভোক্তাদের কাছেই সরাসরি পৌঁছায়, তাঁদের আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় এবং কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা না থাকে—এই কারণেই e-KYC বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
5/8
ফেস অথেনটিকেশন ব্যবহার করে e-KYC কীভাবে সম্পূর্ণ করবেন?কৃষকরা খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে ফেস অথেনটিকেশন ব্যবহার করে e-KYC সম্পন্ন করতে পারেন। এটিকেই সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হিসেবে ধরা হয়।
advertisement
6/8
ধাপ ১: Google Play Store থেকে PM-Kisan মোবাইল অ্যাপ এবং Aadhaar Face RD অ্যাপ ডাউনলোড করুন।ধাপ ২: PM-Kisan অ্যাপ খুলে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
advertisement
7/8
ধাপ ৩: “Beneficiary Status” বা উপভোক্তার স্ট্যাটাস পেজে যান।ধাপ ৪: যদি e-KYC স্ট্যাটাসে “No” দেখায়, তাহলে e-KYC অপশনে ক্লিক করুন, আপনার আধার নম্বর লিখুন এবং মুখ স্ক্যান করার জন্য সম্মতি দিন।
advertisement
8/8
ফেস স্ক্যান সফলভাবে সম্পন্ন হলে e-KYC প্রক্রিয়া শেষ হবে। সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে উপভোক্তার প্রোফাইলে আপডেট হওয়া স্ট্যাটাস দেখা যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ২২ তম কিস্তির টাকা কবে আসবে অ্যাকাউন্টে ? e-KYC করবেন কী ভাবে ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল