TRENDING:

PM Kisan : শীঘ্রই আসতে চলেছে পিএম কিষানের ২১তম কিস্তির টাকা, অবশ্যই সেরে রাখুন গুরুত্বপূর্ণ কাজগুলি

Last Updated:
PM Kisan: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২১তম কিস্তির টাকা শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে। টাকা আটকে না যায়, তাই এখনই চেক করুন নিজের স্টেটাস ও সম্পূর্ণ করুন e-KYC প্রক্রিয়া।
advertisement
1/7
শীঘ্রই আসতে চলেছে পিএম কিষানের ২১তম কিস্তির টাকা, অবশ্যই সেরে রাখুন গুরুত্বপূর্ণ কাজগুলি
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২১তম কিস্তি খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টাকা সময়মতো পেতে হলে অবশ্যই নিজের স্টেটাস চেক করে নিতে হবে এবং ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে ।
advertisement
2/7
কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার প্রতি বছর ৬,০০০ টাকা প্রধানমন্ত্রী কিষান যোজনার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে । এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় — অর্থাৎ, প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। এখন পর্যন্ত ২০টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ৷ এখন ২১তম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা ৷
advertisement
3/7
কে পাবেন প্রধানমন্ত্রী কিষান যোজনার সুবিধা?যে কৃষকদের নামে চাষযোগ্য জমি রয়েছে, সেই পরিবারই এই যোজনার সুবিধা নিতে পারবেন। যাঁদের জমির পরিমাণ দুই হেক্টরের কম, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে জমির মালিকানা কৃষকের নামে রেকর্ডে থাকতে হবে।
advertisement
4/7
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে, অর্থাৎ ১৫ তারিখের মধ্যে যে কোনও সময় প্রধানমন্ত্রী কিষান যোজনার ২১তম কিস্তি আসতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সরকারি কোনও ঘোষনা করা হয়নি।
advertisement
5/7
ই-কে ওয়াইসি (e-KYC) কীভাবে করবেন?প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপে pmkisan.gov.inওয়েবসাইটটি খুলুন।তারপর সেখানে গিয়ে আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর দিন।এরপর স্ট্যাটাস (Status) চেক করুন।যদি দেখা যায় যে e-KYC বাকি আছে, তাহলে সেই অপশনটি স্ক্রিনে দেখা যাবে। তারপর ওটিপি (OTP) আসবে — সেটা দিয়ে, আঙুলের ছাপ (Fingerprint) দিন বা মুখ যাচাই (Face Verification) করুন, আর কাজ শেষ ৷যদি আপনার গ্রামে CSC সেন্টার (Common Service Center) থাকে, তাহলে সেখান থেকেও সহজেই এই কাজটি করানো যাবে।
advertisement
6/7
এই প্রক্রিয়ার জন্য আপনার কাছে থাকতে হতে পারে —আধার কার্ডব্যাঙ্ক পাসবুকজমির কাগজপত্রএকবার আপনার নাম রেজিস্টারে যুক্ত হয়ে গেলে, পরবর্তী প্রতিটি কিস্তি স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।
advertisement
7/7
এছাড়া, যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে আপনি হেল্পলাইন নম্বর 155261 বা 011-24300606-এ ফোন করে এই যোজনার সঙ্গে সম্পর্কিত সমস্যা জানাতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan : শীঘ্রই আসতে চলেছে পিএম কিষানের ২১তম কিস্তির টাকা, অবশ্যই সেরে রাখুন গুরুত্বপূর্ণ কাজগুলি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল