PM Kisan: শীঘ্রই অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে ২০০০ টাকা ! কিস্তির টাকা পেতে কেবল একটি স্টেপ বাকি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: এর আগে ১৯তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ২৪ ফেব্রুয়ারি ২০২৫-এ। এখন ২০তম কিস্তি শীঘ্রই ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
1/6

পিএম কিষান সম্মান নিধি যোজনার ২০ তম কিস্তির টাকার জন্য বহুদিন ধরে অপেক্ষা করে চলেছেন কোটি কোটি কৃষকরা ৷ এই প্রকল্পে যোগ্য কৃষকদের প্রতি বছর ৬,০০০ টাকার আর্থিক সহায়তা করে কেন্দ্র সরকার ৷ প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকার তিনটি কিস্তিতে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷
advertisement
2/6
এর আগে ১৯তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ২৪ ফেব্রুয়ারি ২০২৫-এ। এখন ২০তম কিস্তি শীঘ্রই ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই টাকা পেতে হলে কৃষকদের অবশ্যই ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করতে হবে।
advertisement
3/6
ইকেওয়াইসি এখন বাধ্যতামূলক-কেন্দ্র সরকার e-KYC প্রক্রিয়াকে এখন বাধ্যতামূলক করেছে। আপনি যদি এখনও না করে থাকেন, তাহলে দ্রুত করে নিন। এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং এর মাধ্যমে সরকার সরাসরি আপনার আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে।
advertisement
4/6
ইকেওয়াইসি করার দুটি সহজ পদ্ধতি -আপনি খুব সহজে দু’টি উপায়ে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন -ওটিপি-ভিত্তিক ই-কেওয়াইসি (অনলাইন পদ্ধতি)এটি আপনি PM Kisan-এর ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারেন।
advertisement
5/6
দেখে নিন স্টেপসগুলি-অফিসিয়াল ওয়েবসাইটে যান: pmkisan.gov.inহোমপেজে e-KYC অপশনে ক্লিক করুনআপনার আধার নম্বর দিতে হবেআধার-লিঙ্কড মোবাইল নম্বরে পাঠানো OTP দিয়ে সাবমিট করুন
advertisement
6/6
বায়োমেট্রিক-ভিত্তিক ইকেওয়াইসি (অফলাইন পদ্ধতি)যদি OTP কাজ না করে বা আপনার মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে নিকটবর্তী CSC (কমন সার্ভিস সেন্টার) অথবা SSK (স্টেট সার্ভিস সেন্টার)-এ গিয়ে কেওয়াইসি করে নিন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: শীঘ্রই অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে ২০০০ টাকা ! কিস্তির টাকা পেতে কেবল একটি স্টেপ বাকি