PM Awas Yojana Rules: কোটি কোটি বাড়ি..! প্রধানমন্ত্রী আবাস যোজনার 'সুবিধা' পাবেন কারা? কী ভাবে আবেদন? কী কী নথি লাগবেই? 'সঠিক' নিয়ম জানুন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
PM Awas Yojana Rules: জানেন কি এই আবাস যোজনার আওতায় কারা আসতে পারবেন? কী যোগ্যতা থাকলে আর কোন কোন নিয়ম পূরণ করলে আবাস যোজনায় বাড়ি বানানোর টাকা পাওয়া যাবে? আবেদন করার নিয়মই বা কী? কী কী নথি প্রয়োজন?
advertisement
1/17

প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি! তৃতীয় দফায় নরেন্দ্র মোদি সরকারের কেন্দ্রীয় বাজেটে এমনটাই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। অর্থমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন আবাস যোজনার অধীনে আরও ৩ কোটি অতিরিক্ত বাড়ি বানানো হবে।
advertisement
2/17
আবাস যোজনায় আরও বেশি বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর ২০২৪ এর বাজেটে জানিয়েছেন যোজনার অধীনে আরও ১ কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হল। ঋণের ক্ষেত্রেও দেওয়া হবে ভর্তুকি।
advertisement
3/17
তবে জানেন কি এই আবাস যোজনার আওতায় কারা আসতে পারবেন? কী যোগ্যতা থাকলে আর কোন কোন নিয়ম পূরণ করলে আবাস যোজনায় বাড়ি বানানোর টাকা পাওয়া যাবে? আবেদন করার নিয়মই বা কী? কী কী নথি প্রয়োজন?
advertisement
4/17
উপরোক্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজ এই প্রতিবেদন। দেওয়া হল সেই সমস্ত তথ্য যা আপনার জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত জরুরি উত্তর যা আবাস যোজনায় বাড়ি পেতে সাহায্য করতে পারে আপনাকেও।
advertisement
5/17
আবেদনের পদ্ধতিঃ-একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে, প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) লক্ষ লক্ষ মানুষের কাছে আশার আলো হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
advertisement
6/17
আপনিও চাইলে একটি সরল আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে যাতে কেউ পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য কেন্দ্র অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে।
advertisement
7/17
আবেদন করার যোগ্যতা : প্রথমে দেখে নেওয়া যাক এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন। নিয়ম অনুযায়ী আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় ১ লক্ষ ৯০ হাজার টাকার বেশি হওয়া যাবে না। যিনি আবেদন করবেন, তাঁর বয়স অবশ্যই ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে।
advertisement
8/17
আবাস যোজনার স্কিমের দুটি শাখার একটি হল গ্রামীণ বাসিন্দাদের জন্য PMAY-Grameen এবং অপরটি শহরের বাসিন্দাদের জন্য PMAY-Urban।এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১৮ বছর বা তার বেশি বয়সি ভারতীয় নাগরিকেরা, যাদের বার্ষিক পারিবারিক আয় ১৮ লক্ষ পর্যন্ত, তাঁরা এই আবেদন করতে পারেন।
advertisement
9/17
খেয়াল রাখতে হবে, আবেদনকারী যেন পরিবারের প্রধান হয়। অন্য কোনও বাসস্থান থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরি থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।
advertisement
10/17
কোন কোন গুরুত্বপূর্ণ নথি লাগবে?১: আধার কার্ড ২) প্যান কার্ড ৩) আয় শংসাপত্র ৪) ঠিকানা প্রমাণ ৫) বিপিএল তালিকার জেরক্স ৬) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৭) মোবাইল নম্বর ৮) ইমেইল আইডি ৯) ভোটার আইডি কার্ড ১০) পাসপোর্ট সাইজ ছবি
advertisement
11/17
অনলাইনে আবেদন পদ্ধতিঃ-১. প্রথমে অফিসিয়াল PMAY ওয়েবসাইট (https://pmaymis.gov.in/) নেভিগেট করতে হবে। ২.ওয়েবসাইটের হোমপেজে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গিয়ে ক্লিক করুন এবং এগিয়ে যান। ৩.আবেদন করার জন্য নিজের বিশদ বিবরণ দিয়ে পূরণ করতে হবে।
advertisement
12/17
৪. এরপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।৫. সবকিছু তথ্য নির্ভুল ভাবে দিয়ে আবেদন জমা করতে হবে।
advertisement
13/17
অফলাইন আবেদন পদ্ধতিঃ-অফলাইনে আবেদন করতে আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) গিয়ে সমস্ত তথ্য জমা করতে হবে। সেখান থেকেই আবেদন গ্রহন করা হবে। তাই আর দেরি না করে নিজের স্বপ্নের বাড়ি বানান প্রধানমন্ত্রীর আবাস যোজনায়।
advertisement
14/17
কী ভাবে আবেদনকারী নিজেদের নাম দেখবে এই তালিকায়?স্টেপ-১: প্রথমে আপনাকে গুগলে https://pmayg.nic.in/ সার্চ করতে হবে। তারপর home পেজটি খুলে গেলে আপনি নীচে দেওয়া Click Here বিকল্পে ক্লিক করে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
advertisement
15/17
স্টেপ-২: হোম পেজে যাওয়ার পর আপনাকে স্টেকহোল্ডার অপশন দেখতে হবে। তারপর তাতে ক্লিক করে আপনি IAY/PMAYG সুবিধাভোগীর বিকল্প পাবেন, তাতে ক্লিক করুন।
advertisement
16/17
স্টেপ-৩: আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করে নতুন তালিকায় আপনার নামটি চেক করতে পারেন।
advertisement
17/17
স্টেপ- ৪: অ্যাডভান্সড সার্চ অপশনে ক্লিক করার পর, রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি আপনি দেখতে পাবেন। তারপর সার্চ বিকল্পটি দেখতে পাবেন এবং ক্লিক করে আপনি আপনার তথ্য সার্চ করতে পারেন। এরপর আবাস যোজনাতে নয়া তালিকায় নিজের নাম দেখতে পাবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Awas Yojana Rules: কোটি কোটি বাড়ি..! প্রধানমন্ত্রী আবাস যোজনার 'সুবিধা' পাবেন কারা? কী ভাবে আবেদন? কী কী নথি লাগবেই? 'সঠিক' নিয়ম জানুন