SBI Fixed Deposit Return Rate: SBI-র ফিক্সড ডিপোজিটে ২৪ মাসের জন্য ২ লাখ টাকা বিনিয়োগ করলে কত টাকা পাওয়া যেতে পারে? দেখুন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SBI Fixed Deposit: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমানোর পরে অন্য অনেক ব্যাঙ্কের মতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে।
advertisement
1/7

নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। এই সব ক্ষেত্রে ঝুঁকির কোনও প্রশ্ন নেই।
advertisement
2/7
এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে এফডি স্কিম অফার করে থাকে।
advertisement
3/7
তবে, সরকারি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে চাইলে বেশিরভাগ মানুষেরই আস্থা থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপরে। দেশের সরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে তা অগ্রণী। তবে, সুদের হার নিয়ে সজাগ থাকা অত্যন্ত প্রয়োজন। কেন না, যে কোনও ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিটে সুদের হার সময়ে সময়ে পরিবর্তিত হয়ে থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও তা-ই হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমানোর পরে অন্য অনেক ব্যাঙ্কের মতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে।
advertisement
4/7
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ নাগরিকদের এখন ৩.৫০ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটে। ২৪ মাসের ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ নাগরিকরা পাবেন ৭ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ সুদ।
advertisement
5/7
এক নজরে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ২৪ মাসের জন্য ২ লাখ টাকা ডিপোজিট করলে কত টাকা পাওয়া যেতে পারে।
advertisement
6/7
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ২৪ মাসের জন্য ২ লাখ টাকা ডিপোজিট করলে, ম্যাচিউরিটির সময়ে ২,২৯,৭৭৬ টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ ম্যাচিউরিটির সময়ে পাওয়া ২,২৯,৭৭৬ টাকার মধ্যে সুদ হিসাবে পাওয়া যাবে মোট ২৯,৭৭৬ টাকা।
advertisement
7/7
সিনিয়র সিটিজেনরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ২৪ মাসের জন্য ২ লাখ টাকা ডিপোজিট করলে, ম্যাচিউরিটির সময়ে ২,৩২,০৪৪ টাকা পেতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI Fixed Deposit Return Rate: SBI-র ফিক্সড ডিপোজিটে ২৪ মাসের জন্য ২ লাখ টাকা বিনিয়োগ করলে কত টাকা পাওয়া যেতে পারে? দেখুন হিসেব