আপনি শিগগিরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছেন? অপ্রত্যাশিত জরিমানা এড়াতে মাথায় রাখুন এই ৬টি নিয়ম
- Published by:Tias Banerjee
Last Updated:
অ্যাকাউন্ট বন্ধের আগে ন্যূনতম ব্যালান্স, নেতিবাচক ব্যালান্স, ডেবিট কার্ড ফি, অটো-ডেবিট, ক্লোজার ফি-সহ ছয়টি বিষয় খেয়াল না রাখলে জরিমানা ও বকেয়ার ঝুঁকি থাকে। জানুন বিশদে।
advertisement
1/7

একটি ছোট ভুলেও অ্যাকাউন্ট বন্ধের সময়ে গুনতে হতে পারে অতিরিক্ত জরিমানা। অনেকেই মনে করেন, ব্যাঙ্কে গিয়ে একটি ফর্ম পূরণ করলেই কাজ শেষ।
advertisement
2/7
কিন্তু কয়েকটি বিষয় খেয়াল না করলে পরে চাপতে পারে জরিমানা, তৈরি হতে পারে নেতিবাচক ব্যালান্স, কিংবা ব্যর্থ অটো-ডেবিটের কারণে জমতে পারে বিল বকেয়া। এই ঝামেলা এড়াতে অ্যাকাউন্ট বন্ধের আগে মাত্র দশ মিনিটে দেখে নিতে পারেন ছয়টি জরুরি বিষয়।
advertisement
3/7
১. ন্যূনতম ব্যালান্স জরিমানার হিসেব মিলিয়ে নিন: দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টে মাসে মাসে ন্যূনতম ব্যালান্স না রাখার জরিমানা কাটা হতে পারে—সাধারণত ৫০০ থেকে ১,০০০ টাকা। অ্যাকাউন্ট বন্ধের আগে ব্যাঙ্ক প্রথমেই এই জরিমানা সমন্বয় করে নেয়। তাই গত তিন মাসের স্টেটমেন্ট ডাউনলোড করে দেখে নিন কোনও কাটতি হয়েছে কি না।
advertisement
4/7
২. অ্যাকাউন্টে নেতিবাচক ব্যালান্স আছে কি না পরীক্ষা করুন: পুরনো অ্যাকাউন্টে অজান্তেই জমে থাকতে পারে এসএমএস চার্জ, ডেবিট কার্ডের বার্ষিক ফি, বা চেকবইয়ের খরচ। এগুলির কারণে ব্যালান্স নেতিবাচক হলে অ্যাকাউন্ট বন্ধ করার আগে সেই টাকা শোধ করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপ থেকে ব্যালান্স দেখে নিন।
advertisement
5/7
৩. ডেবিট কার্ড ও অন্যান্য পরিষেবার বকেয়া চার্জ মিটিয়ে নিন: ডেবিট কার্ড ব্যবহার না করলেও বার্ষিক ফি ২০০–৭৫০ টাকা পর্যন্ত কাটা হতে পারে। পাশাপাশি এসএমএস অ্যালার্ট, চেকবই, বা নেট ব্যাঙ্কিংয়ের বকেয়া চার্জও থাকতে পারে। অ্যাকাউন্ট বন্ধের আগে এসব অবশ্যই পরিশোধ করতে হবে।
advertisement
6/7
৪. অটো-ডেবিট ও ইসিএমএস বন্ধ করুন: আপনার অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ড SIP, লোন EMI, বিদ্যুৎ বিল, বা বীমা প্রিমিয়াম অটো-ডেবিটে গেলে সেগুলি বাতিল করুন অথবা নতুন অ্যাকাউন্টে স্থানান্তর করুন। না হলে জরিমানা, বিল বকেয়া, বা পেমেন্ট ব্যর্থতার সমস্যা দেখা দিতে পারে।
advertisement
7/7
৫. অ্যাকাউন্ট ক্লোজার ফি আছে কি না নিশ্চিত করুন: বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্ট এক বছরের পরে বিনামূল্যে বন্ধ করা যায়। তবে অ্যাকাউন্ট খোলার ৬–১২ মাসের মধ্যে বন্ধ করলে ২০০–৫০০ টাকা পর্যন্ত ফি লাগতে পারে। স্যালারি অ্যাকাউন্ট সাধারণত বিনামূল্যে বন্ধ করা যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আপনি শিগগিরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছেন? অপ্রত্যাশিত জরিমানা এড়াতে মাথায় রাখুন এই ৬টি নিয়ম