TRENDING:

EPFO -র বড় ঘোষণা করোনাকালে চিকিৎসার জন্য এখান থেকই পাবেন টাকা

Last Updated:
করোনা কালে এই ফান্ডই বড় ভরসা হতে চলেছে কর্মচারীদের...
advertisement
1/4
EPFO -র বড় ঘোষণা করোনাকালে চিকিৎসার জন্য এখান থেকই পাবেন টাকা
দেশে করোনা ভাইরাসের (coronavirus) দ্বিতীয় ঢেউয়ের মধ্যে একবার ফের লকডাউন (Lockdown) লাগু হয়েছে দেশের বিভিন্ন অংশে৷ আবার প্রচুর মানুষের চাকরি চলে যাওয়ার কারণে আর্থিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে বহু পরিবারকে৷ এই অবস্থায় যদি কেউ করোনা সংক্রমিত হন তাহলে তাঁর চিকিৎসার টাকা যোগাড় করা বড় চ্যালেঞ্জ৷ এই অবস্থায় মানুষকে আর্থিক সঙ্কট থেকে বাঁচাতে সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে৷ এর অন্তর্গত আওতায় যাঁরা এমপ্লয়ি প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন (EPFO) থেকে এখন পিএফ (PF)-র টাকা তুলতে পারবেন৷ দ্বিতীয়বার এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ Photo-Representative
advertisement
2/4
এখন করোনা ভাইরাসের চিকিৎসার জন্য পিএফ থেকে টাকা তোলা যাবে৷ এর আগে কেন্দ্র মার্চ ২০২০ তে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (PMGKY)-র অন্তর্গত এক বিশেষ পথ বাতলেছিল৷ যেখানে ইপিএফে-র সদস্যরা পিএফে-র ৭০ শতাংশ দুই ও তিন মাসের বেসিক স্যালারি ও ডিএ উঠাতে পারত৷ Photo-Representative
advertisement
3/4
যদি আপনি নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে চান কিন্তু হোমলোনের অত্যন্ত চড়া সুদ দেওয়া সম্ভব না হয় তাহলে আপনার পিএফ অ্যাকাউন্ট আপনাকে সাহায্য করতে পারে৷ কর্মচারী ভবিষ্যনিধি অর্থাৎ ইপিএফ হল সেই রাশি যা বেতনভোগী কর্মচারীর বেতন থেকে প্রতি মাসে কাটা হয় ও একটি অ্যাকাউন্টে জমা দেওয়া হয়৷ প্রতি মাসের স্যালারি স্লিপে তা লেখা থাকে৷ নিজের পিএফ অ্যাকাউন্টের ৯০ শতাংশ নিয়ে বাড়ি কিনতে পারেন৷ Photo-Representative
advertisement
4/4
ইপিএফও জুড়ে থাকা কর্মীরা ৭ লক্ষ টাকা অবধি জীবন বিমা পান৷ ১৯৭৬ সালের আইন অনুযায়ি এই সুবিধা পেয়ে থাকেন এই স্কিমের আওতায় থাকা ব্যক্তিরা৷ Photo-Representative
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPFO -র বড় ঘোষণা করোনাকালে চিকিৎসার জন্য এখান থেকই পাবেন টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল