প্রভিডেন্ট ফান্ড : কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা, এই তথ্যগুলি না জানলেই নয়
Last Updated:
advertisement
1/5

আর পাঁচটা সাধারণ বিনিয়োগের থেকে অনেকটাই আলাদা প্রভিডেন্ট ফান্ড ৷ এই সঞ্চয়টা যেহেতু করতেই হয় তাই বহু মানুষ এটাকেই ভবিষ্যতের মূলধন হিসেবে ধরে রাখেন ৷ তাই এই প্রভিডেন্ট ফান্ড বা EPF সংক্রান্ত যেকোনও নিয়মে পরিবর্তন এলে তা জেনে রাখাটা আবশ্যিক যেকোনও বেসরকারি কর্মচারীদের জন্য ৷ Photo- File
advertisement
2/5
কেন্দ্রীয় সরকার EPF-র ক্ষেত্রে একটা বড়় সিদ্ধান্ত নিয়েছে ৷ যা লাগু হতে চলেছে আগামী আর্থিক বর্ষ থেকে ৷ এর জেরে অনেকটাই বদলে যাবে ভবিষ্যত সঞ্চয়ের এই মাধ্যমের রূপরেখা ৷ Photo- File
advertisement
3/5
স্টেটব্যাঙ্ক আর আপনার EPF-র টাকার ম্যানেজার হিসেবে কাজ করতে পারবে না ৷ নতুন এই নিয়মের জেরে RBI -বা তার কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এই টাকার ম্যানেজমেন্ট করতে পারবেন না ৷ Photo- File
advertisement
4/5
এই মুহূর্তে SBI, ICICI সিকিউরিটিজ প্রাইমারি ডিলারশিপ ৷ এছাড়া Reliance ক্যাপিটাল , HSBC AMC এবং UTI AMC EPFO-র ফান্ড ম্যানেজার ৷ Photo- File
advertisement
5/5
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার জানিয়েছেন পাঁচটি ফান্ড ম্যানেজারকে মার্চ মাস অবধি সময় দেওয়া হয়েছে ৷ আগে গাঙ্গওয়ার SBIকে ফান্ড ম্যানেজার হিসেবে নিয়োগ করেছিলেন ৷ এখন তিনি যুক্তি দিয়েছেন SBI ব্যাঙ্কিং করে তাদের ফান্ড ম্যানেজিং কাজ নয় ৷ এই মুহূর্তে EPFO তে ৫ কোটি অ্যাকটিভ মেম্বার রয়েছেন ৷ Photo- File
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রভিডেন্ট ফান্ড : কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা, এই তথ্যগুলি না জানলেই নয়