গত তিন দশকে সর্বোচ্চ হারে কমল তেলের দাম, দেখে নিন আপনার শহরে পেট্রোলের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ বছরে সবচেয়ে কম। তেলের উৎপাদনও বাড়িয়েছে সৌদি আরব।
advertisement
1/4

উৎপাদন ও দাম নিয়ে সৌদি আরব বনাম রাশিয়ার তেল 'যুদ্ধের' জের, গত তিন দশকে সর্বোচ্চ হারে কমল তেলের দাম। অপরিশোধিত তেলের দাম কমল প্রায় একত্রিশ শতাংশ। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ বছরে সবচেয়ে কম। তেলের উৎপাদনও বাড়িয়েছে সৌদি আরব। সৌদি আরব উৎপাদন বাড়ানোয় তেলের দাম কমেছে। তবে ভারতের বাজারে এর কতটা প্রভাব পড়বে, কতটা সুরাহা মিলবে আম আদমির, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
2/4
বিশ্ববাজারে পরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় প্রাথমিকভাবে গ্রাহকদের সুবিধা হলেও, একে আশঙ্কার ইঙ্গিত বলেই মনে করছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়। তাঁর মতে, বিশ্ব জুড়ে ক্রমে আর্থিক মন্দার ইঙ্গিত। আর তার হাত থেকে মুক্তি পাবে না ভারতও।
advertisement
3/4
সৌদি আরব ও রাশিয়ার মধ্যে বিচ্ছেদের ফলেই বিশ্ব বাজারে কমছে তেলের দাম। এর ফলে স্বাভাবিকভাবেই তেল আমদানির ক্ষেত্রে ভারতের রাজকোষে চাপ কমবে। দাম কমতে পারে নিত্য সামগ্রিরও। এর ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র।
advertisement
4/4
পেট্রোল-ডিজেলের দাম কমায় কিছুটা স্বস্তিতে রাজ্যের পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। কলকাতায় পেট্রোলের দাম -------------------------- রবিবার - ৭৩ টাকা ৪৫ পয়সা/লিটার সোমবার - ৭৩ টাকা ২২ পয়সা/লিটার ------------------------------- দাম কমেছে - ২৩ পয়সা/লিটার কলকাতায় ডিজেলের দাম -------------------------- রবিবার - ৬৫ টাকা ৭৯ পয়সা/লিটার সোমবার - ৬৫ টাকা ৫৪ পয়সা/লিটার ------------------------------- দাম কমেছে - ২৫ পয়সা/লিটার
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
গত তিন দশকে সর্বোচ্চ হারে কমল তেলের দাম, দেখে নিন আপনার শহরে পেট্রোলের দাম