TRENDING:

HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ৮ লাখ টাকার Personal Loan নিচ্ছেন? প্রতি মাসে কত EMI পড়বে দেখুন

Last Updated:
Personal EMI Calculator: পার্সোনাল লোনে সুদের হার একটু বেশি। অন্যান্য ফি-ও দিতে হয়। তবে কাগজপত্র খুব বেশি লাগে না।
advertisement
1/7
HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ৮ লাখ টাকার Personal Loan নিচ্ছেন? কত EMI পড়বে
বিপদ কখনও বলে আসে না। তাই সবসময় কিছু টাকা আলাদা করে সরিয়ে রাখতে হয়। যাতে দরকারের সময় কাজে লাগে। নাহলে সঞ্চয়ে হাত পড়বে। তবে এই পরিস্থিতি থেকে বেরনোর আর একটা উপায় আছে, সেটা হল পার্সোনাল লোন।
advertisement
2/7
পার্সোনাল লোনে সুদের হার একটু বেশি। অন্যান্য ফি-ও দিতে হয়। তবে কাগজপত্র খুব বেশি লাগে না। কিছু বন্ধকও রাখতে হয় না। পার্সোনাল লোন যে কোনও কাজে ব্যবহার করা যায়। তবে ক্রেডিট স্কোর এবং ঋণ মেটানোর ক্ষমতা আছে কি না, খতিয়ে দেখে ব্যাঙ্ক।
advertisement
3/7
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসিতে বার্ষিক ১০.৮৫ শতাংশ থেকে শুরু করে ২৪ শতাংশ সুদের হারে পার্সোনাল লোন পাওয়া যায়। ঋণগ্রহীতার বয়স, আয়, ক্রেডিট স্কোর, ঋণের মেয়াদ ইত্যাদির উপরেই সুদের হার নির্ভর করে।
advertisement
4/7
পার্সোনাল লোনে প্রসেসিং ফি দিতে হয়। এর সঙ্গে জিএসটিো আছে। সব মিলিয়ে এইচডিএফসি ব্যাঙ্কে ৬৫০০ টাকা মতো বাড়তি লাগতে পারে। এখন যদি কোনও ব্যক্তি ১০.৮৫ শতাংশ সুদের হারে এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ৭ বছর মেয়াদে ৮ লাখ টাকার পার্সোনাল লোন নেন, তাহলে প্রতি মাসে তাঁকে কত টাকার ইএমআই দিতে হবে?
advertisement
5/7
লোন ক্যালকুলেটর থেকে খুব সহজেই এই হিসেব পাওয়া যায়। এতে ঋণের পরিমাণ, সুদের হার এবং মেয়াদ দিলে, নির্ভুল ইএমআই গণনা করে দিতে পারে ক্যালকুলেটর। এই ঋণের ক্ষেত্রে কত ই এমআই পড়বে দেখে নেওয়া যাক।
advertisement
6/7
১০.৮৫ শতাংশ সুদের হারে ৭ বছর মেয়াদে ৮ লাখ টাকার ঋণ নিলে প্রতি মাসে ১৩,৬৫৩ টাকা ইএমআই দিতে হবে। এই পুরো মেয়াদে তিনি সুদ হিসেবে শোধ করবেন ৩,৪৫,৩৩৫ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তাঁকে মোট ১১,৪৫,৩৩৫ টাকা শোধ করতে হবে।
advertisement
7/7
পার্সোনাল লোনের জন্য অনলাইনেই এইচডিএফসি ব্যাঙ্কে আবেদন করা যায়। ব্যাঙ্কের শাখাতেও যেতে হবে না। এর জন্য এইচডিএফসির অ্যাপ খুলে ‘অ্যাপ্লাই নাও’ অপশনে ক্লিক করতে হবে। তারপর যেতে হবে ঋণ অপশনে। এখানে ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে। সেটা পূরণ করার পর কেওয়াইসি দিয়ে ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যাঙ্ক সেই ফর্ম খতিয়ে দেখবে। আবেদনকারী যদি ঋণ পাওয়ার যোগ্য হন, তাহলে কয়েক দিনের মধ্যেই অ্যাকাউন্টে ঋণের টাকা পাঠিয়ে দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
HDFC ব্যাঙ্ক থেকে ৭ বছরের জন্য ৮ লাখ টাকার Personal Loan নিচ্ছেন? প্রতি মাসে কত EMI পড়বে দেখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল