TRENDING:

১০ লাখ টাকা পার্সোনাল লোন নিচ্ছেন? ৩, ৫ ও ৭ বছর মেয়াদে কত EMI দিতে হবে দেখে নিন

Last Updated:
Personal Loan Calculator: লোন শুধু নিলেই হবে না। শোধ করতেও হবে। প্রতি মাসে সুদ সমেত বকেয়া টাকা শোধ করতে হয়। একে বলে ইএমআই।
advertisement
1/6
১০ লাখ টাকা পার্সোনাল লোন নিচ্ছেন? ৩, ৫ ও ৭ বছর মেয়াদে কত EMI দিতে হবে দেখে নিন
হঠাৎ টাকার প্রয়োজন। সঞ্চয় ভাঙানোর ইচ্ছা নেই। এই পরিস্থিতিতে বাঁচাতে পারে একমাত্র পার্সোনাল লোন। তবে লোন দেওয়ার আগে মাসিক আয়, ক্রেডিট স্কোর, মাসে কত ইএমআই দেওয়ার ক্ষমতা রয়েছে, সব কিছু যাচাই করে দেখবে ব্যাঙ্ক।
advertisement
2/6
লোন শুধু নিলেই হবে না। শোধ করতেও হবে। প্রতি মাসে সুদ সমেত বকেয়া টাকা শোধ করতে হয়। একে বলে ইএমআই। এখন ধরে নেওয়া যাক, কেউ ১০ লাখ টাকার পার্সোনাল লোন নিলেন। তাহলে ৩ বছর, ৫ বছর এবং ৭ বছর মেয়াদে কত ইএমআই পড়তে পারে?
advertisement
3/6
ব্যাঙ্ক অনুযায়ী পার্সোনাল লোনে সুদের হারে পরিবর্তিত হয়। বর্তমানে স্টেট ব্যাঙ্ক পার্সোনাল লোনে ১১.২৫ শতাংশ হারে সুদ নিচ্ছে। এখন যদি এই সুদের হারে ৩ বছর মেয়াদে কেউ ১০ লাখ টাকার পার্সোনাল লোন নেন, তাহলে পার্সোনাল লোন ক্যালকুলেটর অনুযায়ী তাঁকে প্রতি মাসে ৩২,৮৫৭ টাকা ইএমআই দিতে হবে। শুধু সুদ হিসেবে শোধ করতে হবে ১,৮২,৮৬০ টাকা।
advertisement
4/6
এবার যদি কেউ ৫ বছর মেয়াদে ১০ লাখ টাকার পার্সোনাল লোন নেন, তাহলে পার্সোনাল লোন ক্যালকুলেটর অনুযায়ী তাঁকে প্রতি মাসে ২১,৮৬৭ টাকা ইএমআই দিতে হবে। তিনি শুধু ৩,১২,০৩৮ টাকার সুদ শোধ করবেন।
advertisement
5/6
একইভাবে যদি স্টেট ব্যাঙ্ক থেকে ৭ বছর মেয়াদে ১০ লাখ টাকার পার্সোনাল লোন নেওয়া হয়, তাহলে পার্সোনাল লোন ক্যালকুলেটর অনুযায়ী তাঁকে প্রতি মাসে ১৭,২৫৪ টাকা ইএমআই দিতে হবে। শুধু সুদ হিসেবে তিনি শোধ করবেন ৪,৪৯,৩৫০ টাকা।
advertisement
6/6
এখানে লক্ষ্য করার বিষয় হল, সময় বা মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে মাসিক ইএমআই-এর পরিমাণ কমছে। কিন্তু একইসঙ্গে সুদ বেশি দিতে হবে। ৩ বছর মেয়াদে যখন সুদ এবং আসল মিলিয়ে ১১,৮২,৮৬০ টাকা শোধ করবেন সেখানে ৫ বছরে ১৩,১২,০৩৮ টাকা ৭ বছরে মেয়াদে ১৪,৪৯,৩৫০ টাকা শোধ করতে হচ্ছে। সোজা কথায়, গ্রাহকের উপর ইএমআই-এর বোঝা একদিকে যেমন কমছে, অন্য দিকে তেমনই সুদ হিসেবে বেশি টাকা শোধ করতে হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১০ লাখ টাকা পার্সোনাল লোন নিচ্ছেন? ৩, ৫ ও ৭ বছর মেয়াদে কত EMI দিতে হবে দেখে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল