TRENDING:

Pension: পেনশনভোগী, কেন্দ্র সরকারের ‘এত‘ বড় ঘোষণা জানেন, বয়স যত বাড়বে, লাফিয়ে বাড়বে পেনশনের টাকা

Last Updated:
নতুন পেনশন নিয়ম: 80 বছর পরে অতিরিক্ত পেনশন পাওয়া যায়, নিয়মটি কী বলে এবং কত পরিমাণ বাড়বে?
advertisement
1/7
পেনশনভোগী, কেন্দ্রের ‘এত‘ বড় ঘোষণা জানেন, বয়স যত বাড়বে, লাফিয়ে বাড়বে পেনশন
#নয়াদিল্লি: রিটায়েরমেন্টের পর পেনশন মানুষের জীবনের বড় ভরসা৷ অশীতিপর শরীরে যেমন লাঠি বড় সহায় তেমনি পেনশনের টাকা একটা আর্থিক নিরপত্তার চাদরে মুড়ে রাখে বার্দ্ধক্যকে৷  নতুন পেনশন নিয়ম: 80 বছর পরে অতিরিক্ত পেনশন পাওয়া যায়, নিয়মটি কী বলে এবং কত পরিমাণ বাড়বে?
advertisement
2/7
কেন্দ্র সরকারি কর্মচারীদের ৮০ -র পর পেনশন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়৷  CCS পেনশন নিয়ম, ২০২১ অনুযায়ী, পেনশনভোগীর বয়স ৮০ বছর পূর্ণ হওয়ার পর, তার ক্ষতিপূরণ ভাতা বৃদ্ধি পায়, যা বর্ধিত পেনশন আকারে পাওয়া যায়। তবে এর সুবিধা শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাই পাবেন। আপনি যদি নিয়মগুলি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে ৮০ বছর বয়সের পরে, প্রতি পাঁচ বছর অন্তর পেনশনভোগীর মাসিক টাকার অঙ্ক অনেকটা বেড়ে যায় ।
advertisement
3/7
এভাবেই পেনশনের পরিমাণ বাড়ে ৮০ বছরের উপরে কিন্তু ৮৫ বছরের কম বয়সী, বেসিক পেনশনের ২০% বৃদ্ধি পায়। ৮৫ বছরের উপরে কিন্তু ৯০ বছরের কম বয়সী, বেসিক পেনশনের ৩০% বৃদ্ধি করা হয়।
advertisement
4/7
৯০ বছরের উপরে কিন্তু ৯৫ বছরের কম বয়সী, মৌলিক পেনশনের পরিমাণে ৪০ শতাংশ বৃদ্ধি পায়। ৯৫ বছরের উপরে কিন্তু ১০০ বছরের কম বয়সী, পেনশনভোগী মৌলিক পরিমাণে ৫০% বৃদ্ধি পায়।
advertisement
5/7
১০০ বছরের বেশি বয়সে পেনশনভোগী তার মূলের ১০০% অতিরিক্ত পেনশন পাওয়ার অধিকারী।
advertisement
6/7
নিয়ম অনুযায়ী, পেনশনভোগীর জন্ম তারিখ যাই হোক না কেন, তিনি ওই মাসের প্রথম তারিখ থেকে অতিরিক্ত পেনশনের স্ল্যাবে পৌঁছে যাবেন৷ উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি ১৫ অগাস্ট জন্মগ্রহণ করেন, তাহলে ৮০ বছর বয়সে ২০% বৃদ্ধি পেনশনের সুবিধা ১ অগাস্ট থেকে শুরু হবে। একইভাবে ৪ অগাস্ট জন্মগ্রহণকারী পেনশনভোগীদেরও ১ আগস্টের হিসেবেই  বর্ধিত পেনশনের অর্থ দেওয়া হবে৷ 
advertisement
7/7
নতুন নিয়ম শুধুমাত্র এই কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। কেন্দ্রীয় সরকার ২০ ডিসেম্বর, ২০২১-এ সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) বিধিগুলিকে বিজ্ঞপ্তি দিয়েছিল। ৩১ ডিসেম্বর ২০০৩-এর আগে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীরাই এ সুবিধার আওতায় আসবেন৷  এতে ডিফেন্স সার্ভিসের সঙ্গে যুক্ত অসামরিক সরকারি কর্মচারীদেরও রাখা হয়েছে৷ রেলের কর্মচারী, অল ইন্ডিয়া সার্ভিসের কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না৷ 
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pension: পেনশনভোগী, কেন্দ্র সরকারের ‘এত‘ বড় ঘোষণা জানেন, বয়স যত বাড়বে, লাফিয়ে বাড়বে পেনশনের টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল