TRENDING:

ব্যাঙ্কের নিয়মে বড় বদল! আপনার প্রতিটি অ্যাকাউন্টেই এবার নজর রাখতে চলেছে সরকার

Last Updated:
আগের নিয়ম অনুযায়ী, একটি অ্যাকাউন্টে বার্ষিক লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থের থেকে বেশি লেনদেন করলে সেক্ষেত্রে প্যান কার্ড লাগলেও কারও একাধিক অ্যাকাউন্ট থাকলে তাঁর সব লেনদেনের উপর নজরদারির কোনোরকম ব্যবস্থা ছিল না।
advertisement
1/7
ব্যাঙ্কের নিয়মে বড় বদল! আপনার প্রতিটি অ্যাকাউন্টেই এবার নজর রাখতে চলেছে সরকার
নগদ লেনদেনে নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। ব্যাঙ্কের নগদ লেনদেনের নিয়মে বিরাট পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন পর্যন্ত সব অ্যাকাউন্ট মিলিয়ে বার্ষিক লেনদেনের ক্ষেত্রে কোনও প্যান বা আধার বাধ্যতামূলক ছিল না। কিন্তু, এবার ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ক্ষেত্রে বছরে কুড়ি লক্ষ টাকা বা তার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে প্যান অথবা আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
2/7
আগামী ২৬ মে থেকেই নতুন এই নিয়ম লাগু হতে চলেছে। মূলত, এই নিয়মের মাধ্যমে সরকার এবার ২০ লক্ষ টাকার বেশির লেনদেনের ক্ষেত্রে তার হিসেব রাখবে। জানা গিয়েছে, সিবিডিটির (CBDT) পক্ষ থেকে আয়কর আইনের অধীনেই এই নতুন নিয়ম তৈরি হয়েছে।
advertisement
3/7
আগের নিয়ম অনুযায়ী, একটি অ্যাকাউন্টে বার্ষিক লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থের থেকে বেশি লেনদেন করলে সেক্ষেত্রে প্যান কার্ড লাগলেও কারও একাধিক অ্যাকাউন্ট থাকলে তাঁর সব লেনদেনের উপর নজরদারির কোনোরকম ব্যবস্থা ছিল না। কিন্তু, নতুন এই নিয়মের ফলে তা প্যান বা আধার সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হল।
advertisement
4/7
পাশাপাশি, ২০ লক্ষের বেশি লেনদেনে প্যান-আধার বাধ্যতামূলক করা হলে, নগদে লেনদেনের প্রবণতা কমতে পারে বলেও মনে করছে কেন্দ্র। সেক্ষেত্রে ভারতকে নগদহীন অর্থনীতি করার যে চেষ্টা মোদি সরকার করে চলেছে, সেদিকেও কয়েকধাপ এগিয়ে যাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/7
কর্পোরেট হোক কিংবা সমবায়ের মতো কোনও ব্যাঙ্ক, এমনকি পোস্ট অফিসের ক্ষেত্রেও এবার থেকে এক বা একাধিক অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা নগদ জমা বা নগদ তোলা, দুই ক্ষেত্রেই প্যান বা আধারের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।
advertisement
6/7
এতদিন পর্যন্ত একসঙ্গে ৫০ হাজারের বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক ছিল। একটি অ্যাকাউন্টে বার্ষিক লেনদেনেও নির্দিষ্ট পরিমাণ অর্থের থেকে বেশি লেনদেন করলে প্যান কার্ড চাওয়া হত। কিন্তু কারও একাধিক অ্যাকাউন্ট থাকলে তার সব লেনদেনের উপর নজরদারির কোনও ব্যবস্থা ছিল না। এবার সেটাই করছে বর্তমান নরেন্দ্র মোদি সরকার।
advertisement
7/7
প্রসঙ্গত, কেন্দ্র দীর্ঘদিন ধরে করদাতার সংখ্যা বাড়াতে চাইছে। সেই কারণে একটু বেশি যাঁদের রোজগার কিন্তু আয়করের আওতায় নেই, তাঁদের লেনদেনের হিসাব রাখতে চাইছে সরকার। সেকারণেই ২০ লক্ষ টাকার বেশি সমস্ত লেনদেনের ক্ষেত্রে আধার এবং প্যান কার্ড বাধ্যতামূলক করতে চাইছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্কের নিয়মে বড় বদল! আপনার প্রতিটি অ্যাকাউন্টেই এবার নজর রাখতে চলেছে সরকার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল