TRENDING:

বাতিল হতে পারে ২ কোটি মানুষের IT রিটার্ন

Last Updated:
আর্থিক বছর ২০১৯-২০ সালের জন্য ৩১ অগাস্ট পর্যন্ত প্রায় ৫.৬৫ কোটি ITR জমা পড়েছে ৷ এর মধ্যে মাত্র ৩.৬১ কোটি ITR ভেরিফাই করা হয় না ৷
advertisement
1/4
বাতিল হতে পারে ২ কোটি মানুষের IT রিটার্ন
আর্থিক বছর ২০১৯-২০ সালের জন্য ৩১ অগাস্ট পর্যন্ত প্রায় ৫.৬৫ কোটি ITR জমা পড়েছে ৷ এর মধ্যে মাত্র ৩.৬১ কোটি ITR ভেরিফাই করা হয় না ৷ আয়কর বিভাগের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২ কোটির বেশি ইনকাম ট্যাক্স রিটার্ন ভেরিফাই করা হয়নি ৷
advertisement
2/4
বিনা ভেরিফিকেশনের ITR জমা করার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি ৷ আটিআর ফাইল করার পর ১২০ দিনের মধ্যে ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে আয়কর বিভাগের তরফে ITR ফাইল করা হয়নি বলে মানা হবে ৷ এরকম পরিস্থিতিতে আয়কর বিভাগের তরফে নোটিস জারি করা হতে পারে ৷ ভেরিফিকেশনের পর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার ITR প্রোসেস করা হবে ৷ ITR ভেরিফাই না করা হয়ে থাকলে অনলাইনের মাধ্যমে ভেরিফাই করাতে পারবেন ৷ দেখে নিন কীভাবে ভেরিফাই করবেন ৷
advertisement
3/4
রিটার্ন ভরার পর আধার ওটিপি-র মাধ্যমে ভেরিফাই করতে পারবেন ৷ এর জন্য আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড থাকতে হবে ৷ ওটিপি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দিলে আপনার রিটার্ন ভেরিফাই হয়ে যাবে ৷
advertisement
4/4
নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভেরিফাই করা যেতে পারে ৷ বেশ কিছু ব্যাঙ্ক ITR ভেরিফিকেশনের সুবিধা দিয়ে থাকে ৷ ব্যাঙ্কের ওয়েবসাইটে লগ ইন করে e-verification অপশন সিলেক্ট করতে হবে ৷ ক্লিক করতেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট খুলে যাবে ৷ সেখানে মাই অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করুন ৷ এখানে ইবিসি জেনারেটের বিকল্প মিলবে ৷ এখানে ক্লিক করতে আপনার ইমেল ও মোবাইল নম্বরে ১০ অঙ্কের একটি কোড আসবে ৷ ৭২ ঘণ্টা পর্যন্ত কোডটি বৈধ থাকবে ৷ এই কোড দিতেই আপনার আটিআর ভেরিফাই হয়ে যাবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাতিল হতে পারে ২ কোটি মানুষের IT রিটার্ন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল