TRENDING:

হাতে আর মাত্র ২ দিন, এটাই শেষ সুযোগ, Aadhaar Card-এর বিষয়ে এটা জানেন তো ?

Last Updated:
Aadhaar Card: এতে প্রত্যেক নাগরিককে একটি ইউনিক নম্বর এবং বায়োমেট্রিক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে।
advertisement
1/8
হাতে আর মাত্র ২ দিন, এটাই শেষ সুযোগ, Aadhaar Card-এর বিষয়ে এটা জানেন তো ?
সময় ফুরিয়ে আসছে। বিনামূল্যে আধার কার্ড আপডেটের এটাই শেষ সুযোগ। বাড়ি থেকেই নাম, ঠিকানা বা জন্মতারিখ পরিবর্তন করা যাবে। হাতে রয়েছে আর মাত্র দু’দিন।
advertisement
2/8
শুরুতে ১৪ জুন বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ দিন বলে ঘোষণা করেছিল UIDAI। তারপর সময়সীমা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়। এই তারিখের পর আধার কার্ড আপডেট করাতে গেলে ফি দিতে হবে।
advertisement
3/8
আধার হল গ্রাহকের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ডেটার উপর ভিত্তি করে জারি করা ১২ সংখ্যার ইউনিক আইডি নম্বর। বর্তমানে ব্যাঙ্ক সহ সমস্ত আর্থিক পরিষেবার জন্য আধার অপরিহার্য। মূলত জালিয়াতি রুখতেই এই কার্ড চালু করে কেন্দ্র সরকার। এতে প্রত্যেক নাগরিককে একটি ইউনিক নম্বর এবং বায়োমেট্রিক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে।
advertisement
4/8
কেন ১৪ সেপ্টেম্বরের আগে আধার আপডেট করা গুরুত্বপূর্ণ: যারা ১০ বছর বা তার বেশি সময় ধরে আধার কার্ডে কোনওরকম আপডেট করাননি, নিখুঁত ডেমোগ্রাফিক তথ্যের জন্য তাঁদের পরিচয় এবং ঠিকানার নথি জমা দেওয়ার পরামর্শ দিয়েছে UIDAI। এর ফলে আধার পরিষেবা এবং যাচাইকরণ পদ্ধতি উন্নত হবে।
advertisement
5/8
-অনলাইনে আধার কার্ড আপডেট করার পদ্ধতি: প্রথমে UIDAI-এর ওয়েবসাইট www.uidai.gov.in-এ গিয়ে পছন্দের ভাষা নির্বাচন করতে হবে।-‘মাই আধার’ অপশনে ক্লিক করে মেনু থেকে ‘আপডেট ইওর আধার’ বাছতে হবে গ্রাহককে। -এরপর গ্রাহকের সামনে ‘আপডেট আধার ডিটেইলস’ পেজ খুলে যাবে। এখান থেকে ডকুমেন্ট আপডেট’-এ ক্লিক করতে হবে।
advertisement
6/8
-এখানে গ্রাহককে UID নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে। এরপর ক্লিক করতে হবে ‘সেন্ড ওটিপি’ অপশনে। এখন গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।-ওটিপি লেখার পর গ্রাহককে ‘লগ ইন’-এ ক্লিক করতে হবে। -এবার গ্রাহক যে সব তথ্য (নাম, ঠিকানা, জন্মতারিখ) আপডেট করতে চান, তা সঠিকভাবে পূরণ করতে হবে।
advertisement
7/8
প্রয়োজনীয় তথ্য পূরণের ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে গ্রাহককে। সঙ্গে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান করা কপি।
advertisement
8/8
শেষে ‘সাবমিট আপডেট রিকোয়েস্ট’-এ ক্লিক করতে হবে। এরপর এসএমএস আসবে গ্রাহকের মোবাইলে নম্বরে। এতে থাকবে URN নম্বর। এই নম্বর দিয়ে আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন গ্রাহক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
হাতে আর মাত্র ২ দিন, এটাই শেষ সুযোগ, Aadhaar Card-এর বিষয়ে এটা জানেন তো ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল