TRENDING:

Onion Price Hike: পেঁয়াজের বাজার আগুন! দাম কত দিনে কমবে জানাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা

Last Updated:
Onion Price Hike: চড়া দামের পেঁয়াজ আর কতদিন? সবজির বাজারে পেঁয়াজ কিনতেই অতিরিক্ত খরচ হচ্ছে টাকা।
advertisement
1/5
পেঁয়াজের বাজার আগুন! দাম কত দিনে কমবে জানাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা
পেঁয়াজের বাজার আগুন পুড়ছে সাধারণ মানুষের কপালে! লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। বাঙালির হেঁসেলে অতি প্রয়োজনীয় সামগ্রির মধ্যে অন্যতম হল পেঁয়াজ। প্রায় অধিকাংশ পরিবারে প্রতিদিনের রান্নায় পেঁয়াজ আবশ্যিক। তাই পেঁয়াজের দাম বাড়ায় সমস্যা বেড়েছে মানুষের।
advertisement
2/5
গত কয়েক সপ্তাহ জুড়ে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। খুচরো বাজারে যে পেঁয়াজ কিছু দিন আগে ৩০ টাকার বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০- ১০০ টাকায়। অন্যদিকে সবজির বাজার চড়া। এই বাজারে সবজির পাশাপাশি রীতিমত পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছে মানুষ।
advertisement
3/5
অধিকাংশ মানুষের জিজ্ঞাসা! চড়া দামের পেঁয়াজ আর কতদিন? সবজির বাজারে পেঁয়াজ কিনতেই অতিরিক্ত খরচ হচ্ছে টাকা। তাতেই মানুষের বাড়ছে খরচ। পেঁয়াজের দাম বৃদ্ধি। সেই দিক থেকে বাজারের রান্না খাবারের দামও বাড়ছে।
advertisement
4/5
পেঁয়াজের দাম বৃদ্ধির প্রবণতা দেখা যায় গত প্রায় ১৫-২০ দিন আগে থেকে। ধুলাগড় পাইকারি সবজি বাজারের ব্যবসায়ীদের কথায় জানা যায়, অতি বৃষ্টির জেরে এবার পেঁয়াজ পচন বেশি। পাইকারি বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির মূল কারণ পেঁয়াজ আমদানি কম।
advertisement
5/5
এখনও ১৫ থেকে এক মাস পর্যন্ত পেঁয়াজের দাম বেশি থাকতে পারে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজারে ৫০ থেকে ৬০ টাকা দরে পাইকারি পেঁয়াজ বিক্রি হচ্ছে।এ প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, কিছুদিনের মধ্যেই সমস্ত রাজ্য থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি হলেই দাম কমবে। কোন ব্যবসায়ী মনে করছে ১৫ দিন আবার কেউ আশা করছেন ২০ - ২৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম কম হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Onion Price Hike: পেঁয়াজের বাজার আগুন! দাম কত দিনে কমবে জানাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল