সঞ্চয় দিয়ে টার্গেট পূরণ, একাধিক ক্ষেত্রে বিনিয়োগ; দেখে নেওয়া যাক আর্থিক সুরক্ষার ক্ষেত্রে কী কী করা যেতে পারে!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এ ক্ষেত্রে মোটামুটি কোন কোন খাতে, কী ভাবে বিনিয়োগ করা যেতে পারে, সে নিয়ে রইল টিপস
advertisement
1/6

সংসার চালানো বা নিজের ব্যক্তিগত খরচের পাশাপাশি আজকাল একাধিক খাতে নিজের আয় বিনিয়োগ করে থাকেন মানুষজন। কেউ শখের গ্যাজেটস কেনেন, কেউ বা ঘুরতে যান, কেউ আবার মিউচুয়াল ফ্লান্ডে বা অন্যান্য সেভিংস স্কিমে টাকা জমান। ইন্টারনেটের দয়ায় বর্তমানে এই সেভিং স্কিম বা মিউচুয়াল ফান্ড নিয়ে কম-বেশি সকলেই অবগত। ফলে টাকা জমানোর দিকে ঝোঁক বাড়ছে মানুষজনের। বিশেষ করে করোনাভাইরাস (Coronavirus)-এর জেরে লকডাউন সকলকে যে পরিস্থিতির মুখোমুখি করেছে, তাতে বলাই যায় মানুষ এ বিষয়ে আরও সচেতন হয়ে গিয়েছে। এ ক্ষেত্রে মোটামুটি কোন কোন খাতে, কী ভাবে বিনিয়োগ করা যেতে পারে, সে নিয়ে রইল টিপস-
advertisement
2/6
একটা খাতেই সমস্ত বিনিয়োগ করা উচিৎ নয় - বিশেষজ্ঞরা ব্যাঙ্গমজা করে বলে থাকেন, সমস্ত ডিম একটা বাক্সে না রাখাই ভালো। অর্থাৎ কোনও একটা খাতেই সব টাকা বিনিয়োগ করা উচিৎ নয়। মিউচুয়াল ফান্ড, ইকুয়িটি-সহ আলাদা আলাদা খাতে বিনিয়োগ করা যেতে পারে। তাতে টাকাও সুরক্ষিত থাকতে পারে বেশি।
advertisement
3/6
অবসর পরবর্তী পরিকল্পনা - বেশিরভাগ মানুষই অবসরের পর পিএফ বা প্রভিডেন্ট ফান্ডের উপরে নির্ভর করেন। কিন্তু যে হারে দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে শুধুমাত্র পিএফের উপর নির্ভর করে থাকলে সমস্যা হতে পারে। ফলে বিনিয়োগের ক্ষেত্রে অবসরের বিষয়টাও মাথায় রাখা প্রয়োজন। অবসরে লাভ হবে, এমন খাতে বিনিয়োগ করা যেতে পারে।
advertisement
4/6
খরচ নিয়ন্ত্রণ - আজকাল প্রায় সব ব্যাঙ্কই খুব সহজেই ক্রেডিট কার্ড দিয়ে থাকে। যার ফলে খরচের হাত বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, EMI-তে খুব সহজেই অনেক কিছু পাওয়া যায়, যা শোধ করতেও চাপ লাগে না। ফলে অনেকেই, অপ্রয়োজনীয় জিনিসও কিনে ফেলেন। কিন্তু এখানেই রাশ টানা প্রয়োজন। অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকা উচিৎ।
advertisement
5/6
একটা আয়ের উপরেই নির্ভর করে না থাকা - সাধারণত, একটা আয়ের উপরেই নির্ভর থাকে মানুষজন। একটা চাকরি বা ব্যবসায় কাজ হয়ে যায়। কিন্তু এ ক্ষেত্রে বার বার বলা হয়ে থাকে, একটা আয়ের উপরে নির্ভর করা উচিৎ নয়। ফলে অন্যান্য আয়ের উৎসও খুঁজতে হবে।
advertisement
6/6
আর্থিক ক্ষেত্রে লক্ষ্যমাত্রা স্থির করা - কারও যদি মাসে বা বছরে একটা নির্দিষ্ট টাকা সঞ্চয় হয়, তা হলে সেই টাকা দিয়ে একটা কিছু করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। একটা টার্গেট পূরণ করতে হবে। তা হলে টাকা অপচয় হওয়ার সম্ভাবনা কমবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সঞ্চয় দিয়ে টার্গেট পূরণ, একাধিক ক্ষেত্রে বিনিয়োগ; দেখে নেওয়া যাক আর্থিক সুরক্ষার ক্ষেত্রে কী কী করা যেতে পারে!