Ola Electric Scooter: মাত্র ১৮ মিনিট চার্জেই ছুটবে ৭৫ কিমি, জুলাইয়েই বাজারে আসছে ওলা ই-স্কুটার
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বাড়িতেও এই স্কুটার (Ola Electric Scooter) চার্জ দেওয়া যাবে । সাধারণ দেওয়াল সকেট চার্জিং পয়েন্ট দিয়েই ।
advertisement
1/9

• স্কুটার-প্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এল অ্যাব ক্যাব সংস্থা ওলা (Ola) । এ বার তারা এ দেশে আনতে চলেছে ইলেক্ট্রিক স্কুটার বা ই-স্কুটার (Ola Electric Scooter) । এই জুলাই মাসেই তা দেশীয় বাজারে আসতে পারে বলে খবর । দ্রুতগতিতে সেই কাজই শুরু করেছে ওলা । 'Hypercharger Network' গড়ে তুলতে এখন দেশের ৪০০টি শহরে ইলেক্ট্রিক চার্জিং পয়েন্ট বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে জোর কদমে ।
advertisement
2/9
• গত বছর কোম্পানির তরফে ২,৪০০ কোটি টাকার ইলেক্ট্রিক স্কুটার প্রজেক্টের ঘোষণা করা হয়েছিল । এটিই তামিলনাড়ুর প্রথম ই-স্কুটার কোম্পানি । পুরোদমে ফ্যাক্টরি চালু হলে তা প্রায় ১০ হাজার নতুন কর্মসংস্থান করবে । বিশ্বের সর্ব-বৃহৎ ই-স্কুটার কোম্পানি হতে চলেছে এই কোম্পানি, যা বছরে ২ মিলিয়ন ইউনিট তৈরি করবে ।
advertisement
3/9
• ওলা চেয়ারম্যান ও গ্রুপ সিইও ভাবীশ আগরওয়াল জানান, জুন থেকেই ফ্যাক্টরির কাজ শুরু হয়ে গিয়েছে । আর জুলাইতে বাজারে আসবে এই ই-স্কুটার । ১ বছরের মধ্যে ফ্যাক্টরি সর্বাধিক উৎপাদন ক্ষমতায় পৌঁছবে ।
advertisement
4/9
• এর পাশাপাশি আগরওয়াল জানান, আগামী দিনের চাহ্দার কথা ভেবেই এই স্কুটার বাজারে আনা হচ্ছে । ভবিষ্যতে মানুষ আরও বেশি ইলেক্ট্রনিক যানবাহনের উপর নির্ভরশীল হয়ে পড়বেন । তাই খুব তাড়াতাড়ি নেটওয়ার্ক পরিবর্তন করা দরকার ।
advertisement
5/9
• এই মুহূর্তে আমাদের দেশের সমস্যা হল চার্জিং পয়েন্ট । খুব তাড়াতাড়ি সেটা তৈরি করতে হবে । ৪০০টি শহরে প্রায় ১ লাখ চার্জিং পয়েন্ট করা হচ্ছে । প্রথম বছরের মধ্যে ১০০টি শহরে ৫ হাজার চার্জিং পয়েন্ট তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।
advertisement
6/9
• ওই চার্জিং পয়েন্ট থেকে ওলা ব্যাটারি ৫০ শতাংশ চার্জ করলেই এক টানা সেটি ৭৫ কিমি যেতে পারবে । চার্জ করতে সময় লাগবে ১৮ মিনিট ।
advertisement
7/9
• চার্জিং স্টেশন গুলি যেমন স্ট্যান্ড অ্যালোন টাওয়ারের মতো থাকবে, আবার মল, আইটি পার্ক, অফিস, কমপ্লেক্সের মধ্যেও থাকবে ।
advertisement
8/9
• এ ছাড়াও ওলা ইলেক্ট্রিক অ্যাপের মাধ্যমে চার্জিং পয়েন্টের যাবতীয় তথ্য চালকরা পেয়ে যাবেন । অ্যাপের মাধ্যমে বুকিং, পেমেন্ট করা যাবে ।
advertisement
9/9
• বাড়িতেও এই স্কুটার চার্জ দেওয়া যাবে । সাধারণ দেওয়াল সকেট চার্জিং পয়েন্ট দিয়েই ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ola Electric Scooter: মাত্র ১৮ মিনিট চার্জেই ছুটবে ৭৫ কিমি, জুলাইয়েই বাজারে আসছে ওলা ই-স্কুটার