Ola E-Scooter|| ১০ মনমাতানো রঙে বাজারে আসছে Ola-র ইলেকট্রিক স্কুটার, আপনার পছন্দ কোনটা? দেখুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Ola e-scooters will offer 10 shades: Ola S1 এবং Ola S1 Pro, এই দুই মডেলের বুকিং বিগত ২৪ ঘণ্টায় এক লক্ষের সীমা পার করে ফেলেছে।
advertisement
1/7

*ধীরে ধীরে প্রতীক্ষার মেয়াদ কমে আসছে! বা বলা যেতে পারে যে একটু একটু করে তাঁদের নতুন ইলেকট্রিক স্কুটারের বিষয়ে ক্রেতাকে ওয়াকিবহাল করে চলেছে Ola। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*জানা গিয়েছিল আগেই যে ক্রেতারা Ola-র ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু করতে পারবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তবে Ola-র এই ইলেকট্রিত স্কুটারের স্পেসিফিকেশন ঠিক কী, সেই নিয়ে কোনও তথ্য তখন যেমন নয়, এখনও পর্যন্ত তেমন পেশ করা হয়নি। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*কিন্তু তাতে কী! সংস্থার অফার তো বেশ লোভনীয়- মাত্র ৪৪৯ টাকা দিলেই বুক করা যাবে স্কুটার, পরে অনিচ্ছুক হলে সেই বুকিং প্রত্যাহারও করে নেওয়া যাবে, এক্ষেত্রে Ola গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ফিরিয়ে দেবে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*ফলে, বুকিং চলছিল অবিশ্বাস্য পরিমাণে, সঠিক ভাবে বললে Ola S1 এবং Ola S1 Pro, এই দুই মডেলের বুকিং বিগত ২৪ ঘণ্টায় এক লক্ষের সীমা পার করে ফেলেছে। এরই মাঝে কোন কোন রঙে স্কুটারগুলোকে সাজিয়ে তোলা হয়েছে, সে নিয়ে এক ট্যুইট প্রকাশ্যে এল। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*ট্যুইটটি করেছেন Ola-র চেয়ারম্যান এবং গ্রুপ চিফ একজিকিউটিভ অফিসার ভবীশ আগরওয়াল (Bhavish Aggarwal)। তাঁর করা সেই ট্যুইট ভিডিওতে দেখা যাচ্ছে যে মোট ১০ রকমের রঙে সংস্থা স্কুটার বাজারে নিয়ে আসছে। এর মধ্যে হলুদ, নীল, কালো, লাল, গোলাপি, বেগুনি, ধূসর, সাদা রঙের বেশ কয়েকটি মডেল দেখা গিয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*অনুমান করা হচ্ছে যে একরঙা ছাড়াও দুই রঙের মেশানো ডিজাইনেও Ola-র এই ইলেকট্রিক স্কুটার বাজারে আসতে চলেছে। এখনও পর্যন্ত সংস্থার এই ইলেকট্রিক স্কুটারের মডেল বিষয়ে বিশেষ কিছু প্রকাশ্যে না এলেও অনুমান করা হচ্ছে যে ডাচ সংস্থা Etergo Appscooter-এর মডেলেই স্পিড আর মাইলেজে কিছু পরিবর্তন করে তা বাজারে নিয়ে আসা হবে, কেন না, ২০২০ সালেই এই সংস্থা Ola-র মালিকানার অধীনে চলে এসেছে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*তবে শুধুই ইলেকট্রিক স্কুটার নয়, বাস্বায়নের অপেক্ষায় রয়েছে Ola Hypercharger Network প্রকল্পও। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০০টি শহরে ১ লাখ টু-হুইলার চার্জিং পয়েন্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ola E-Scooter|| ১০ মনমাতানো রঙে বাজারে আসছে Ola-র ইলেকট্রিক স্কুটার, আপনার পছন্দ কোনটা? দেখুন...