Ola Bike| প্রতি সেকেন্ডে চারটি বুকিং! দু'দিনে কয়েকশো কোটি টাকার ব্যবসা! বাইকপ্রেমীরা কেন মজলেন ওলা বাইকে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Ola Bike| দুদিনে ১১০০ কোটি টাকার বুকিং! রেকর্ড সৃষ্টি করল ওলা বাইক। কেন এমন উন্মাদনা বাইকপ্রেমীদের মধ্যে জানেন!
advertisement
1/6

মোট ৭২ ঘন্টা। এই মেয়াদে ওলা এস ওয়ান ই-স্কুটার বুকিং হয়েছে প্রায় ১১০০ কোটি টাকার! হ্যাঁ, সেকেন্ডের হিসেবে ধরলে প্রতি সেকেন্ডে চারটি করে ই-স্কুটার বুক করেছেন গোটা দেশের বাইকপ্রেমীরা। প্রথম দিন ৬০০ কোটি, দ্বিতীয় দিন ৫০০ কোটি টাকার বুকিং হয়েছে।
advertisement
2/6
পরিস্থিতি সামাল দিতে নাজেহাল সংস্থার কর্তৃপক্ষ আপাতত বন্ধ রাখছে। কিন্তু কেন এত বাজার দর এই বিশেষ বাইকটির! কবে থেকে ফের চালু হবে বুকিং, জেনে নিন সব তথ্য-
advertisement
3/6
সংস্থা সূত্রে খবর এই বিশেষ ই বাইকটি আবার নভেম্বরের ১তারিখ থেকে বুকিং নেওয়া শুরু হবে।
advertisement
4/6
ওলা এস ওয়ান স্কুটারটির বাজারমূল্য ৯৯ হাজার ৯৯৯ টাকা আর এস ওয়ান প্রো স্কুটারটির বাজার মূল্য ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকা।
advertisement
5/6
ওলা বাইক পেট্রোল ডিজেল ছাড়াই চলে। একবার চার্জে সব থেকে কম ১৩০ থেকে ১৫০ কিলোমিটার চলতে পারে এই বাইকটি। কোথাও কোনো সংকট হলে ১৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ দিয়ে দেওয়া যায় বাইকটি। পুরোপুরি চার্জ দিতে লাগে সাড়ে পাঁচ ঘণ্টা। এই ই-বাইকের জিপিএস নেভিগেশনের সুবিধা রয়েছে।
advertisement
6/6
সব থেকে কম ২৯৯৯ টাকা ইএমআই-এ বাইকটি ঘরে আনা যাবে। ওলা এস ওয়ান প্রো ইলেকট্রিক স্কুটারের রাইডিং মোড তিনটি। যথা- নরমাল, স্পোর্টস এবং হাইপার। এবার তক্কে তক্কে থাকুন নিজের বাইকটি ঘরে আনার জন্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ola Bike| প্রতি সেকেন্ডে চারটি বুকিং! দু'দিনে কয়েকশো কোটি টাকার ব্যবসা! বাইকপ্রেমীরা কেন মজলেন ওলা বাইকে