TRENDING:

Pan-Aadhaar লিঙ্ক না হলে বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টও ? জেনে নিন, কাজে আসবে আপনারই!

Last Updated:
(সেবি)-র তরফ থেকে ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার বিষয়টি বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে।
advertisement
1/6
Pan-Aadhaar লিঙ্ক না হলে বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টও ? জেনে নিন, কাজে আসবে
৩১ মার্চের মধ্যে আধার-PAN সংযুক্তিকর সেরে ফেলতে হবে। না হলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে PAN। সরাসরি না হলেও পরোক্ষ ভাবে এর প্রভাব পড়বে অর্থনীতির অন্য প্রায় সব ক্ষেত্রেই। যেমন PAN ও আধার লিঙ্ক করা না থাকলে ১ এপ্রিল ২০২৩ থেকে স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস (ইন্ডিয়া) লিমিটেড (সিডিএসএল) বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টগুলি স্থগিত করে দেবে।
advertisement
2/6
ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিও খুব প্রয়োজনীয়। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র তরফ থেকে ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার বিষয়টি বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে।
advertisement
3/6
পাশাপাশি, ডিম্যাটের সঙ্গে আধারের লিঙ্কও বাঞ্ছনীয়। যাঁরা এখনও পর্যন্ত তা করে রাখেননি, তাঁদের বিশেষ করে নজর দিতে হবে এই বিষয়ে। তবে চিন্তার কিছু নেই, অনলাইনে খুব সহজেই এই কাজটি সেরে ফেলা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে এই সংযুক্তির কাজ করা যায়—
advertisement
4/6
হাতের কাছে যা যা রাখতে হবে: ১. নিজের আধার নম্বর ২. PAN কার্ডের বিবরণ ৩. ডিম্যাট অ্যাকাউন্ট নম্বর (ক্লায়েন্ট এবং ডিপোসিটারি পার্টিসিপেন্ট আইডি) ৪. রেজিস্টার্ড ফোন, কারণ এতে OTP আসবে।
advertisement
5/6
ধাপে ধাপে লিঙ্ক করার পদ্ধতি: ১. প্রথমে NSDL-এর নিজস্ব ওয়েব পোর্টালে যেতে হবে। ২. তারপর Link Aadhaar to Demat Account অপশন বেছে নিতে হবে। ৩. প্রদত্ত অংশ নাম, ডিপোজিটারি পার্টিসিপ্যান্টের আইডি এবং PAN-এর বিশদ জানাতে হবে। ৪. এসময় রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে। তা সঠিক ভাবে পূরণ করতে হবে। ৫. এরপর ১২ সংখ্যার আধার নম্বর এবং জন্ম তারিখ জানাতে হবে। ৬. এবার আরও একটা OTP আসবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। দ্বিতীয় OTP-টিও জানাতে হবে। ৭. তারপর পাওয়া যাবে কনফার্মেশন। এই কনফার্মেশনের বার্তা মোবাইলে এবং ই-মেলে আসবে।
advertisement
6/6
কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে: ১. ফোন নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। ২. NSDL-কে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ই-মেল আইডি জানাতে হবে। ৩. আধার অনুযায়ী নিজের নামের বানানের সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্টে থাকা নামের বানান মিলতে হবে। ৪. এই লিঙ্ক করার সময় কোনও ভাবেই পাবলিক Wi-Fi বা পাবলিক কম্পিউটার ব্যবহার করা উচিত নয়। এতে তথ্য ফাঁসের আশঙ্কা বাড়ে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar লিঙ্ক না হলে বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টও ? জেনে নিন, কাজে আসবে আপনারই!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল