সিনেমা হলে সস্তায় কিনুন পপকর্ন, কোলা ! GST কমাল কেন্দ্র- তবে আপনি যদি এটা করেন তবেই!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সিনেমা হলে খাবার এবং পানীয়ের উপর পরিষেবা কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করল জিএসটি কাউন্সিল।
advertisement
1/9

পপকর্ন খেতে খেতে জমিয়ে সিনেমা দেখা। হলে গেলে এটাই রুটিন। কিন্তু জিএসটি-র কারণে কোলা, পপকর্নের দাম বেড়ে যায়। পকেটে বাড়তি চাপে স্বাদও যেন বিস্বাদ ঠেকছিল। তবে সিনেমাপ্রেমীদের জন্য সুখবর।
advertisement
2/9
সিনেমা হলে খাবার এবং পানীয়ের উপর পরিষেবা কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করল জিএসটি কাউন্সিল।
advertisement
3/9
মঙ্গলবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সিনেমা হলগুলিতে বিক্রি হওয়া খাবার এবং পানীয়ের উপর করের হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মাল্টিপ্লেক্স অপারেটররা। তাঁদের মতে, এই সিদ্ধান্ত কোভিডের পর সিনেমা ব্যবসায় পুনরুজ্জীবনে সাহায্য করবে।
advertisement
4/9
খাদ্য এবং পানীয় সিনেমা হলের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলিতে। তাদের আয়ের ৩৫ শতাংশ আসে খাবার এবং পানীয় থেকেই। তবে কর কমাতে দুটি শর্ত রেখেছে জিএসটি কাউন্সিল।
advertisement
5/9
তারা জানিয়েছে, সিনেমা হলের খাবার ও পানীয় রেস্তোরাঁ পরিষেবা হিসাবে করযোগ্য, যতক্ষণ না – ক) এগুলি পরিষেবার মাধ্যম বা অংশ হিসেবে সরবরাহ করা হয়। এবং খ) সিনেমা হল থেকে স্বাধীনভাবে সরবরাহ করা হয়- সিনেমার টিকিট, খাবার এবং পানীয় একত্রে।
advertisement
6/9
জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পিভিআর আইনক্সের সিইও নীতিন সুদ।
advertisement
7/9
তিনি বলেন, ‘জিএসটি কাউন্সিলের এই ঘোষণায় পুরো সিনেমা ইন্ডাস্ট্রি খুশি। সিনেমা হলে বিক্রি হওয়া খাবার ও পানীয় রেস্তোরাঁ পরিষেবার সংজ্ঞার আওতায় আসবে। ৫ শতাংশ জিএসটি (ইনপুট ট্যাক্স ক্রেডিট সুবিধা ছাড়াই) দিতে হবে’।
advertisement
8/9
বেশ কয়েক বছর ধরেই সিনেমা হলগুলি ধুঁকছে। ওটিটি সহ একাধিক প্ল্যাটফর্ম রাতের ঘুম কেড়ে নেয়। এই অবস্থায় সিনেমা হলের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় কোভিড।
advertisement
9/9
২০২০ সাল থেকে বন্ধ হয়ে যায় দেশের প্রায় সব হল। প্রায় এক বছর পর কিছু বিধিনিষেধ সহ ধীরে ধীরে হলগুলি খুলতে শুরু করে। ২০২২-এর মার্চ থেকে পুরোপুরি খুলে দেওয়া হয়। এসবের মধ্যেই সিনেমা হলে খাবার এবং পানীয়ের উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সিনেমা হলে সস্তায় কিনুন পপকর্ন, কোলা ! GST কমাল কেন্দ্র- তবে আপনি যদি এটা করেন তবেই!