মধ্যবিত্তের পকেটে টান, বছরের শুরুতেই বাড়ল গ্যাসের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বছরের শুরুতেই বাড়ল গ্যাসের দাম। ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ল প্রায় ১৯ টাকা ।
advertisement
1/4

বছরের শুরুতেই বাড়ল গ্যাসের দাম। ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ল প্রায় ১৯ টাকা । বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৩৩ টাকা। বুধবার থেকেই মেটাতে হবে বাড়তি দাম।
advertisement
2/4
এই নিয়ে লাগাতার চার মাস ধরে দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ এদিন দিল্লিতে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের জন্য দিতে হবে ৭১৪ টাকা ৷ কলকাতায় দাম হয়েছে ৭৪৭ টাকা ৷ অন্যদিকে মুম্বই ও চেন্নাইয়ে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ৬৮৪.৫০, ৭৩৪.০০ ৷ ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম দিল্লিতে ১২৪১ টাকা হয়ে গিয়েছে ৷ কলকাতায় ১৩০৮ টাকা, মুম্বইয়ে ১১৯০ টাকা ও চেন্নাইয়ে দাম হয়েছে ১৩৬৩ টাকা ৷
advertisement
3/4
ডিসেম্বর মাসে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের জন্য দিতে হত ৬৯৫.০০ টাকা ৷ কলকাতায় ৭২৫ টাকা ছিল গ্যাস সিলিন্ডারের দাম ৷ মুম্বইয়ে ৬৬৫ টাকা ও চেন্নাইয়ে ৭১৪ টাকা ৷
advertisement
4/4
গত বছরের শুরুতে মোদি সরকার এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা কমিয়ে সাধারণ মানুষকে উপহার দিয়েছিল ৷ সেই সময় ভর্তুকিহীন গ্যাসের দাম ১২০.৫০ টাকা কমানো হয়েছিল ৷