ট্যাক্স নোটিস পেলে আতঙ্কিত হবেন না, কর বিভাগ নিজেই আপনাকে সাহায্য করবে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এখন অনলাইনে যে কেউ ‘ফেসলেস অ্যাসেসমেন্ট’ স্কিমের সুবিধা নিতে পারেন।
advertisement
1/7

আইটিআর দাখিল করার সময় ভুলভ্রান্তি হয়। কেউ আবার কর বাঁচাতে ভুল তথ্য দেন। তথ্যে গড়বড় থাকলে বা কোনও অসঙ্গতি খুঁজে পেলে সেই ব্যক্তিকে নোটিস পাঠায় আয়কর বিভাগ। এই পরিস্থিতিতে কী করণীয়?
advertisement
2/7
আয়কর সম্পর্কিত তদন্তের নোটিস পেলে অনেকেই দিশাহারা হয়ে পড়েন। স্থানীয় আয়কর কর্মকর্তার কাছে দৌড়ান। কিন্তু ভয় পাওয়ার কোনও কারণ নেই। আয়কর বিভাগের ‘ফেসলেস অ্যাসেসমেন্ট’ স্কিমের অধীনে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যায়। সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানিয়েছে আয়কর দফতর।
advertisement
3/7
এতদিন কারও আয়কর রিটার্নে সামান্য গরমিল দেখা দিলে তাকে আয়কর বিভাগের অফিসে ছুটতে হত। ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, আয়কর বিভাগের কর্মপদ্ধতি আমূল বদলে গিয়েছে। এখন অনলাইনে যে কেউ ‘ফেসলেস অ্যাসেসমেন্ট’ স্কিমের সুবিধা নিতে পারেন। এই প্রক্রিয়ায় করদাতাদের জন্য আপিল ও ব্যক্তিগত শুনানি সহজতর করা হয়েছে।
advertisement
4/7
আয়কর দফতর জানিয়েছে, ‘কোনও ব্যক্তি বা করদাতা যদি বিভাগ থেকে কর তদন্তের নোটিশ পান, তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। যোগাযোগহীন আয়কর মূল্যায়ন সিস্টেম আপনাকে সাহায্য করবে। আয় এবং ট্যাক্স ব্যাখ্যা করার জন্য স্থানীয় আয়কর কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে হবে না’।
advertisement
5/7
অনলাইনেই উত্তর জমা দেওয়া যায়: আয়কর বিভাগ জানিয়েছে তদন্তের নোটিস পেলে করদাতা আয়কর বিভাগের ওয়েবসাইটে ইলেকট্রনিকভাবে তাঁর উত্তর জমা দিতে পারেন। এই উত্তর মূল্যায়নের জন্য আয়কর দফতর বিশেষ দল গঠন করেছে। দেশের বিভিন্ন শহরে এই দল কাজ করে।
advertisement
6/7
‘ফেসলেস অ্যাসেসমেন্ট’-এর চারটি স্তম্ভ। মূল্যায়ন ইউনিট, যাচাইকরণ ইউনিট, প্রযুক্তিগত ইউনিট এবং পর্যালোচনা ইউনিট। এই সমস্ত ইউনিট ন্যাশনাল ই-অ্যাসেসমেন্ট সেন্টার বা NeAC এবং রিজিওনাল ই-অ্যাসেসমেন্ট সেন্টার বা ReAC-এর সঙ্গে যৌথভাবে কাজ করে।
advertisement
7/7
সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের বা CBDT এই বিষয়ে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, করদাতার চাহিদার ভিত্তিতে এই নতুন সুবিধা প্রদান করা হবে। অর্থাৎ এখন করদাতা ইচ্ছা করলে ভিডিও কলিংয়ের মাধ্যমেও আয়কর কর্মকর্তার সামনে তাঁর বক্তব্য রাখতে পারবেন। প্রক্রিয়ার এই সরলীকরণ করদাতাদের জন্য বিরাট স্বস্তি বয়ে এনেছে সন্দেহ নেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ট্যাক্স নোটিস পেলে আতঙ্কিত হবেন না, কর বিভাগ নিজেই আপনাকে সাহায্য করবে!