UPI New Rule: কার্যকর হতে চলেছে UPI-এর নয়া নিয়ম ! না মানলে ব্যবহার করতে পারবেন না GPay বা PhonePe
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
UPI New Rule: UPI ব্যবহারকারীদের জন্য বড় আপডেট। নতুন নিয়ম কার্যকর হলে যাঁরা নির্দেশিকা মানবেন না, তাঁদের GPay বা PhonePe ব্যবহার করা বন্ধ হয়ে যেতে পারে। কী নিয়ম বদলাচ্ছে, জেনে নিন বিস্তারিত।
advertisement
1/7

বর্তমানে বাজার থেকে শুরু করে বড় বড় শপিং মল - সব জায়গাতেই কেনাকাটা করার ক্ষেত্রে গ্রাহকদের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে অনলাইন পেমেন্ট। কারণ সব জায়গায় ক্যাশ টাকা নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না। হাতে স্মার্টফোন থাকলেই কেল্লা ফতে! তবে এবার ইউপিআই (UPI) ব্যবহারকারীদের জন্য ৫টি নয়া নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।
advertisement
2/7
আসলে আগামী ১ অগাস্ট ২০২৫ তারিখ থেকে এই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। মূলত এই পদক্ষেপের মাধ্যমে UPI সার্ভারে চাপ কমানো এবং ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দিচ্ছে আরবিআই ও NPCI। কিন্তু কী কী পরিবর্তন আসতে চলেছে UPI-এ? আজকের প্রতিবেদনে সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
3/7
UPI-এর আসন্ন পরিবর্তন:ব্যালেন্স দেখার নতুন লিমিট:এবার থেকে প্রত্যেকটি UPI অ্যাপে প্রতিদিন সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন UPI ব্যবহারকারীরা। এর অর্থ হল, কোনও ব্যবহারকারী ২টি অ্যাপে UPI ব্যবহার করলে তিনি সর্বোচ্চ ১০০ বার পর্যন্ত নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করে নিতে পারবেন। মূলত UPI সার্ভারের উপর লোড বা চাপ কমাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
advertisement
4/7
ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য:ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে কি না, সেটা তাঁরা দিনে মাত্র ২৫ বারই পরীক্ষা করতে পারবেন। তবে প্রথমবার UPI ব্যবহারের সময় নিজের ব্যাঙ্ক নির্বাচন করে সম্মতি জানাতে হবে ব্যবহারকারীদের। তবেই লিঙ্ক করা রয়েছে কি না, তা পরীক্ষা করা যাবে।
advertisement
5/7
অটো-পে রেস্ট্রিকশন:ব্যবহারকারীরা UPI অ্যাপের মাধ্যমে বিভিন্ন অ্যাপে অটো-পে ম্যান্ডেট দিয়ে রাখেন। এই অটো-পে ম্যান্ডেট অবশ্য ব্যাঙ্কের কর্মব্যস্ততা তুঙ্গে থাকাকালীন কিন্তু কাজ করবে না। যে সময় কর্মব্যস্ততার কম থাকবে, শুধু সেই সময়ই এই ম্যান্ডেট কার্যকর হবে। আর ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে।
advertisement
6/7
ট্র্যানজ্যাকশন স্টেটাস দেখার ক্ষেত্রেও লিমিট:অনেক সময় পেমেন্ট করতে গিয়ে আটকে যেতে পারে। তবে এবার থেকে পেমেন্ট হওয়ার সময় আটকে গেলে সেই পেমেন্ট সফল হয়েছে কি না, সেটা শুধুমাত্র ৩ বারই চেক করা যাবে। আর প্রতিবার কমপক্ষে ৯০ সেকেন্ডের ব্যবধানে এই পেমেন্ট স্টেটাস দেখা যাবে।
advertisement
7/7
ব্যাঙ্ক ও অ্যাপের ক্ষেত্রেও নিয়ম:সমস্ত ব্যাঙ্ক এবং Google Pay, PhonePe অথবা Paytm-এর মতো পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা API-তে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে NPCI। এই নিয়ম যারা মানবে না, তাদের উপর জরিমানা আরোপ করা হতে পারে। UPI ব্যবহারের ক্ষেত্রে তাদের উপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে অথবা সেই সকল অ্যাপও নিষিদ্ধ করা হতে পারে। সমস্ত পেমেন্ট পরিষেবা প্রদানকারীকে এ-ও নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী ৩১ অগাস্টের মধ্যে একটি সিস্টেম অডিট করতে হবে এবং তা জমাও দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
UPI New Rule: কার্যকর হতে চলেছে UPI-এর নয়া নিয়ম ! না মানলে ব্যবহার করতে পারবেন না GPay বা PhonePe