TRENDING:

New PF Tax Rule: নতুন অর্থবর্ষে কী পরিবর্তন আসছে প্রভিডেন্ট ফান্ডে, বিশদে জেনে নিন

Last Updated:
এক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে পারে? আসুন বিশদে জেনে নেওয়া যাক
advertisement
1/5
নতুন অর্থবর্ষে কী পরিবর্তন আসছে প্রভিডেন্ট ফান্ডে, বিশদে জেনে নিন
১ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে নতুন অর্থবর্ষ। সেই সূত্র ধরে বাজেট ২০২১-২২ অনুযায়ী বেশ কিছু নিয়মেও বদল এসেছে। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) জানিয়েছিলেন, যাঁদের আয় বছরে আড়াই লক্ষ টাকার বেশি তাঁদের পরবর্তী অর্থ বছর থেকে কর দিতে হবে। এক্ষেত্রে কোনও ব্যক্তির PF-এ আড়াই লক্ষ টাকার বেশি জমা হলে সেই টাকার উপরে ১০ শতাংশ হারে কর চাপানো হবে। এবার লাগু হচ্ছে সেই নিয়ম। এক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে পারে? আসুন বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
2/5
প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুযায়ী, যে কোনও কর্মীর মূল বেতনের ১২ শতাংশ PF-এর জন্য কাটা হয়। এর সঙ্গে সম পরিমাণ অর্থাৎ আরও ১২ শতাংশ টাকা সংশ্লিষ্ট সংস্থার তরফে দেওয়া হয়। যা ওই কর্মীর প্রভিডেন্ট ফান্ডে জমা হয়। অর্থাৎ যে কোনও ব্যক্তির বেতন থেকে মোট ২৪ শতাংশ টাকা জমা পড়ে প্রতি মাসে।
advertisement
3/5
বাজেটের নতুন ঘোষণা অনুযায়ী, এবার থেকে প্রতি বছর যদি কোনও ব্যক্তির প্রভিডেন্ড ফান্ডে আড়াই লক্ষ টাকার বেশি জমা হয় তাহলে সেই টাকার উপরে ১০ শতাংশ কর চাপানো হবে। অর্থাৎ সংশ্লিষ্ট কর্মচারীর কাছ থেকে যে টাকা কাটা হয় সেই ১২ শতাংশের আর্থিক পরিমাণ মাসে ২০,৮৩৪ টাকা বা বছরে ২.৫ লক্ষ টাকার বেশি হয়ে গেলেই চাপানো হবে কর। যদিও বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে। কর্মীদের একাংশ বলছে, এই নতুন নিয়মের মধ্যে দিয়ে চাপ সৃষ্টি করছে ক্ষমতাসীন সরকার। অন্য দিকে বিশেষজ্ঞদের মত, সরকারের আয় বাড়ানোর জন্য এটি অন্যতম উপায় হতে পারে।
advertisement
4/5
তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে। মাসিক এই পরিমাণ প্রভিডেন্ড ফান্ড যে সমস্ত কর্মীদের বেতন থেকে কাটা হয়, তাঁদের মূল বেতনও হয় অনেক বেশি। কমপক্ষে ২ লক্ষ টাকার বেশি। যার পরিমাণটা অপেক্ষাকৃত কম। সহজভাবে বলতে গেলে উচ্চ আয়ের মানুষদেরই করের আওতায় আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। যা কিছুটা হলেও রাজস্ব বৃদ্ধি করতে সাহায্য করবে।
advertisement
5/5
উল্লেখ্য, গত বাজেটেও প্রায় ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত PF, NPS ও সুপারেনুয়েশন ফান্ডে অনেকটা ছাড় মিলত। যা বেশিরভাগ ক্ষেত্রে সাত সংখ্যার বেতনভুক্ত কর্মীদের উপরে প্রভাব ফেলত। সম্প্রতি যে নতুন নিয়ম এসেছে, তাতে এই পরিসর আরও একটু বাড়ল। এবার আরও বেশি কর্মীদের কাছ থেকে কর আদায় করা যাবে। এক্ষেত্রে ট্যাক্স ফ্রি ইন্টারেস্টের জন্য যাঁরা এতদিন ধরে ভলান্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড (Voluntary Provident Fund) ব্যবহার করতেন, তাঁরাও আর এই সুবিধা উপভোগ করতে পারবেন না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New PF Tax Rule: নতুন অর্থবর্ষে কী পরিবর্তন আসছে প্রভিডেন্ট ফান্ডে, বিশদে জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল