TRENDING:

New Business of Fish Farming: কয়েকটি সহজ নিয়মে মাছ চাষ আরও বেশি লাভজনক হতে  পারে

Last Updated:
মাছ চাষ ব্যবসা লাভজনক! মাছ চাষ করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করুন,মিলবে সরকারি ভর্তুকিও
advertisement
1/9
কয়েকটি সহজ নিয়মে মাছ চাষ আরও বেশি লাভজনক হতে  পারে
হাওড়া: বর্তমানে মাছ চাষ একটি ক্রমবর্ধমান জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হয়ে উঠছে। এতে একাংশের মানুষের দারুন আগ্রহ। সঠিক উপায়ে চাষ করলে লাভবান হতে পারেন উদ্যোগী। প্রতীকী ছবি ৷
advertisement
2/9
তবে যে কতকগুলি নিয়ম পুঙ্খানুপুঙ্খ না মানতে পারলে বহু টাকা খরচ করেও অলাভজনক হতে পারে মাছ চাষ।তার জন্য প্রথমে মাথায় আসে কিভাবে মাছ চাষ করবেন? প্রতীকী ছবি ৷
advertisement
3/9
কীভাবে পুকুর পরিচর্যা করবেন?মাছ পালনের যথাযথ নিয়ম এবং কিভাবে সরকারি সহযোগিতায় মিলবে সে বিষয়ে শুনে নেব বিস্তারিত ভারত একটি কৃষিপ্রধান দেশ | প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এখানকার জনসংখ্যার ৭৫ শতাংশেরও বেশি গ্রামে বাস করে, যারা কৃষি, পশুপালন, হাঁস-মুরগি, মাছ চাষ এবং হাঁস পালন থেকে তাদের জীবিকানির্বাহ করে | প্রতীকী ছবি ৷
advertisement
5/9
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকারও মাছ চাষীদের উৎসাহিত করছে | এ জন্য ভর্তুকিও দেওয়া হচ্ছে | অল্প পরিসরে মাছ চাষ শুরু করেও ভালো ব্যবসা করা যায় | বর্তমানে সরকারের উৎসাহে মাছ চাষের ব্যবসা বেড়েছে | প্রতীকী ছবি ৷
advertisement
6/9
অল্প পরিসরে মাছ চাষ করেও ভালআয় করা যায় | মাছ চাষের জন্য ফিশ প্রোডাকশন গ্রুপ বানিয়ে অর্থাৎ কয়েক জন একত্রে মিলে মাছ চাষ করলে উৎপাদন বৃদ্ধি হবে |সেক্ষেত্রে সরকার সহযোগিতা করে জাল, হাঁড়ি, মাছ দিয়ে | প্রতীকী ছবি ৷
advertisement
7/9
আর গ্রুপ বানানোর ক্রাইটেরিয়া হল সব মিলিয়ে ২হেক্টর অর্থাৎ ১৫ বিঘা পুকুর থাকতে হবে |তার সঙ্গে লাগবে ভোটের কার্ড, আধার কার্ড, এক কপি ছবি | কেউ যদি মনে করেন লিজ দিয়ে পুকুর চাষ করবেন সেক্ষেত্রে রেজিস্টার লিজের কাগজ বানাতে হবে | প্রতীকী ছবি ৷ 
advertisement
8/9
যদি কেউ ফিশারম্যান কার্ড বানাতে চায় তাহলে তা দুয়ারে সরকারের মাধ্যমে করানযাবে |তাকে মৎস্যজীবি হতে হবে | প্রতীকী ছবি ৷
advertisement
9/9
পুকুর থাকলে পুকুরের খতিয়ান দিতে হবে | ঘুরে ঘুরে মাছ বিক্রি করলে বাজার থেকে লিখিত প্রমাণ নিয়ে আসতে হবে | প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business of Fish Farming: কয়েকটি সহজ নিয়মে মাছ চাষ আরও বেশি লাভজনক হতে  পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল