New Business Ideas: মাত্র ১০ হাজার টাকায় এই বিশেষ কাচের চুড়ির ব্যবসা শুরু করুন, ২ মাসেই কীভাবে লাভের মুখ দেখবেন সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
New Business Ideas: মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করে কাচের চুড়ির ব্যবসা শুরু করতে পারবেন। সঠিক পদ্ধতি মেনে চললে মাত্র ২ মাসের মধ্যেই লাভের মুখ দেখা সম্ভব।
advertisement
1/5

১৯৬৩ সালের কথা। রাহুল দেব বর্মণের সুরে আশা ভোঁসলের এক বাংলা গান দুর্গাপুজোর সময়ে কলকাতা জুড়ে মাইকে বাজছে। কিনে দে রেশমি চুড়ি গানের কথায় কাচের চুড়ির প্রতি ললনার অমোঘ আকর্ষণ নির্ভুলভাবে ফুটিয়ে তুলেছিলেন গীতিকার স্বপন চক্রবর্তী। সত্যি বলতে কী, কাচের চুড়ির ব্যবসা মার খাওয়ার সম্ভাবনা খুব কম, আট থেকে আশি, নারীর হাতে ঝঙ্কার তুলতে এর আবেদন এখনও অনস্বীকার্য।
advertisement
2/5
তবে, দিন বদলে গিয়েছে। এখন সরু, একরঙা কাচের চুড়ির পাশাপাশিই বাজার মাতায় চূড়ের মতো চওড়া চুড়িও। তাতে যদি নকশা তোলা থাকে, তাহলে তো সোনায় সোহাগা! তাই, দশ হাজার টাকায় এই ধরনের ব্রেসলেটের ব্যবসা শুরু করে কয়েক মাসের মধ্যে দ্বিগুণ আয় ঘরে আনা যায়। বোরোসিলিকেট গ্লাস দিয়ে তৈরি এই ব্রেসলেটগুলি খুবই জনপ্রিয় এবং যে কেউ এই ব্যবসা থেকে ভাল মুনাফাও অর্জন করতে পারেন। এই ব্রেসলেটগুলি বাজারে মাত্র ৫ টাকায় বিক্রি হয়। জেনে নেওয়া যাক এর বিশেষত্ব।
advertisement
3/5
কেউ যদি কম টাকায় ব্যবসা শুরু করতে চান এবং ভাল মুনাফা অর্জন করতে চান, তাহলে এ হেন বোরোসিলিকেট কাচের ব্রেসলেট তৈরির ব্যবসা সবচেয়ে ভাল। কম টাকায় এটি শুরু করা যেতে পারে।বোরোসিলিকেট কাচ হল এমন এক ধরনের কাচ যার প্রধান উপাদান হল সিলিকা এবং বোরন ট্রাইঅক্সাইড। বোরোসিলিকেট কাচ সাধারণ কাচের তুলনায় তাপীয় শকের প্রতি বেশি প্রতিরোধী।
advertisement
4/5
এ হেন কাচের চুড়ির ব্যবসা শুরু করতে মাত্র দশ হাজার টাকা লাগবে। ফিরোজাবাদ বাজার থেকে পাইকারি দরে এই চুড়িগুলি কেনা যাবে এবং দ্বিগুণ দামে বিক্রি করা যাবে। বাজারে এগুলোর দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত যায়, যা ভাল লাভ দেয়।
advertisement
5/5
বোরোসিলিকেট কাচের তৈরি এই ব্রেসলেটগুলি দেখতেও খুব সুন্দর। এছাড়াও, এগুলি হালকা এবং পড়ে গেলে ভেঙে যায় না, যার কারণে ব্যবসায়ীদের কোনও ক্ষতি হয় না। বোরোসিলিকেট কাচ ভেঙে যায় না এই ধারণা ভুল, তবে এটি সাধারণ কাচের তুলনায় উল্লেখযোগ্যভাবে শক্তিশালী। যদিও এটি উচ্চতা থেকে ফেলে দিলে, বল প্রয়োগ করলে অথবা অসম তাপমাত্রা পরিবর্তনের সংস্পর্শে এলে ফাটল ধরতে বা ভেঙে যেতে পারে, তার পরেও এর স্থায়িত্ব এটিকে ল্যাব সরঞ্জাম এবং রান্নার পাত্র ইত্যাদি তৈরির জন্য জনপ্রিয় করে তুলেছে। অতএব, কেউ যদি এই ব্রেসলেটের ব্যবসা শুরু করেন, তাহলে ভাল আয় হবে। কেন না, মহিলাদের মধ্যে এই ব্রেসলেটের চাহিদা যথেষ্ট এবং সেই কারণে এর বিক্রিও ভালই হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: মাত্র ১০ হাজার টাকায় এই বিশেষ কাচের চুড়ির ব্যবসা শুরু করুন, ২ মাসেই কীভাবে লাভের মুখ দেখবেন সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন