TRENDING:

New Business Idea: একটি টবেই বাজিমাত, গাছ ভর্তি কমলালেবুতে বাম্পার রোজগারের সুবর্ণ সুযোগ!

Last Updated:
New Business Idea: বাজারে কেনার আর প্রয়োজন হবেনা। বাড়ির মধ্যে কমলালেবু গাছ সৌন্দর্যও বাড়িতে তুলবে অনেকটাই।
advertisement
1/8
একটি টবেই বাজিমাত, গাছ ভর্তি কমলালেবুতে বাম্পার রোজগারের সুবর্ণ সুযোগ!
<span style="color: #993366;"><strong>পূর্ব বর্ধমান:</strong> </span>বাজার থেকে কিনে খাওয়ার পাশাপাশি এবার বাড়িতেও লাগাতে পারেন কমলালেবু গাছ। পূর্ব বর্ধমানের এই নার্সারিতে পাওয়া যাচ্ছে কমলালেবু গাছের চারা। রিপোর্টিং বনোয়ারীলাল চৌধুরী, প্রতীকী ছবি ৷
advertisement
2/8
গাছ লাগাতে বা বাড়িতে বাগান করতে পছন্দ করেন? বাড়ির ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছের পাশাপাশি এবার এই গাছও রাখতে পারেন। কমলালেবু গাছ আরও বেশ খানিকটা বাড়িয়ে তুলবে ছাদ বাগানের সৌন্দর্য্য। প্রতীকী ছবি ৷
advertisement
3/8
চলছে শীতের মরশুম। আর শীতকাল মানেই বাজারে যে কয়েকটা জিনিস চোখে পরে ,তাদের মধ্যে অন্যতম কমলালেবু। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টায় এই ফলের চাহিদা থাকে তুঙ্গে। এই ফলটি খেতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। প্রতীকী ছবি ৷
advertisement
4/8
আর এবার সেই কমলালেবু গাছ লাগাতে পারবেন বাড়িতেই। ইচ্ছে হলে বাড়ির ছোট্ট জায়গার মধ্যেই লাগাতে পারেন এই গাছটি। পূর্ব বর্ধমানের দেবারুন নার্সারিতে পাওয়া যাচ্ছে কমলালেবু গাছের চারা। প্রতীকী ছবি ৷
advertisement
5/8
চারা এনে বাড়িতে একটু পরিচর্যা করলেই নাকি মিলবে ফলন। এই প্রসঙ্গে নার্সারির তরফে দেবজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, \"রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করলে ফলন ভাল হবে। দার্জিলিং এবং নাগপুর প্রজাতির চারা পাওয়া যাচ্ছে। এখন এই গাছ লাগালে দুই থেকে তিন মাসের মধ্যে ফলন পাওয়া যাবে।\" প্রতীকী ছবি ৷
advertisement
6/8
৬০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দামের গাছও রয়েছে। তবে পুরানো গাছের চারা হলে সেক্ষেত্রে ফলন ভাল পাওয়া যাবে। নার্সারি কর্তৃপক্ষের কথায়, এইসময় গাছ নিলে কয়েকমাসের মধ্যেই ফলন পাওয়া যাবে। প্রতীকী ছবি ৷
advertisement
7/8
একটা ছোট গাছ থেকে কমপক্ষে ৮ থেকে ১০ টা লেবু পাওয়া যাবে। তবে চিন্তার কোনও কারণ নেই। বাড়ির ছাদে ছোট্ট একটা টবের মধ্যেই বসানো যাবে এই গাছ। পরিচর্যার ক্ষেত্রেও খুব বেশি সমস্যা হবেনা। প্রতীকী ছবি ৷
advertisement
8/8
এছাড়া এই লেবুর স্বাদ এবং আকার বেশ ভাল হবে বলেই মত নার্সারি কর্তৃপক্ষের। সবমিলিয়ে বাড়িতেই বসাতে পারেন কমলালেবু গাছ। বাজারে কেনার আর প্রয়োজন হবেনা। বাড়ির মধ্যে কমলালেবু গাছ সৌন্দর্যও বাড়িতে তুলবে অনেকটাই। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: একটি টবেই বাজিমাত, গাছ ভর্তি কমলালেবুতে বাম্পার রোজগারের সুবর্ণ সুযোগ!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল