New Business Idea: বীজ থেকে অপ্রয়োজনীয় জিনিস রকমারি কাটুম কুটুমই রোজগারের পথ দেখাচ্ছেন সুকুমার
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
New Business Idea: কখনও ফলের বীজ বা কখনও ফলের খোসা সহ একাধিক অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রকমারি কাটুম কুটুম তৈরি করে রুজি রোজগারের পথ দেখাচ্ছেন সুকুমার দাস। তাঁর তৈরি কলকে ফুলের বীজ, কুচ ফল সহ অপ্রয়োজনীয় মেটাল দিয়ে একাধিক জিনিস বানিয়ে ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে সকলের।
advertisement
1/11

<span style="color: #800080;"><strong>দক্ষিণ দিনাজপুর:</strong></span> অসাধারণ কাজ না দেখলে আপনার বিশ্বাস হবে না। কখনও ফলের বীজ বা কখনও ফলের খোসা সহ একাধিক অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রকমারি কাটুম কুটুম তৈরি করে রুজি রোজগারের পথ দেখাচ্ছেন সুকুমার দাস। রিপোর্টিং <span style="color: #800080;"><strong>সুস্মিতা গোস্বামী</strong></span>, প্রতীকী ছবি ৷
advertisement
2/11
তাঁর তৈরি কলকে ফুলের বীজ, কুচ ফল সহ অপ্রয়োজনীয় মেটাল দিয়ে একাধিক জিনিস বানিয়ে ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে সকলের। জানা গেছে, ভাঙরি মেটাল অর্থাৎ অপ্রয়োজনীয় লোহার টুকরো সংগ্রহ করে পাট পাট করে সাজিয়ে আকার অনুযায়ী কেটে পশু পাখি সহ একাধিক জিনিসের শেপ দিয়ে থাকেন তিনি । প্রতীকী ছবি ৷
advertisement
3/11
এছাড়াও কৃষ্ণচূড়া, কলকে, ক্যাকটাস এর বীজ, বনশিম, কুঁচ, তেঁতুল, টাইগার সিড, লাটা বীজের পাশাপাশি নারকেলের মালই, আমরার আটি এইসব দিয়ে তৈরি করছেন ছোটদের মনকাড়া জিনিস থেকে ঘর সাজানোর জিনিস।
advertisement
4/11
এইবিষয়ে সুকুমার বাবু জানান, \"ছোট থেকেই তাঁর শখ নানা ধরণের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রকমারি ঘর সাজানোর জিনিস তৈরি করা। প্রতীকী ছবি ৷
advertisement
5/11
এরপরেই পথ চলা শুরু হয় ২০০২ সালে। শান্তিনিকেতনের মেলাতেও তাদের ফেলে দেওয়া একাধিক জিনিস দিয়ে স্বল্পমূল্যে শিশুদের জন্য মজাদার যেমন পিঁপড়ে, কাঠবিড়ালি, ইঁদুর সহ আরও জিনিস তৈরি করতে হত। প্রতীকী ছবি ৷
advertisement
6/11
তিনি এবং তাঁর পরিবার বিভিন্ন জায়গায় গাছের পাতা, বীজ,ফল সংগ্রহ করে রেখে দেন। তারপর সেগুলি শুকিয়ে বিভিন্ন জিনিস তৈরির কাজ শুরু করেন। প্রতীকী ছবি ৷
advertisement
7/11
তখন থেকেই তাঁর এই প্রতিভা। তিনি আরও জানান, এই ধরণের কাটুম কুটুম তৈরি করে সহজেই স্বনির্ভরশীল হওয়া যায়। কারণ সহজেই এই জিনিসগুলো সকলকে আকর্ষণ করে।\" প্রতীকী ছবি ৷
advertisement
8/11
সুকুমার দাসের মতে এই মজাদার কাটুম কুটুমে মজেছে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। সুকুমার বাবুর পাশাপাশি পরিবারের বাকি সদস্যরাও এই কাজ করে থাকেন। প্রতীকী ছবি ৷
advertisement
9/11
এই কাজ তাঁদের আর্থিক স্বনির্ভরতার পথ দেখাচ্ছে। তাঁদের তৈরি এই ধরনের জিনিসের চাহিদা ব্যাপকভাবে থাকায় বিভিন্ন মেলাতেও স্টল দিয়ে বিক্রি করেন। প্রতীকী ছবি ৷
advertisement
10/11
শুধুমাত্র ঘর সাজাবার জিনিসই নয়, ফলের বীজ দিয়ে নানা রকম গয়নাও তৈরি করেন তিনি। সেই গয়নার প্রেমে মজেছে গোটা জেলার মানুষ। প্রতীকী ছবি ৷
advertisement
11/11
তাঁর তৈরি জিনিসের মূল্য স্বল্প হওয়ায় বাজারে চাহিদাও ব্যাপক। এমনকি, তাঁর তৈরি জিনিস ক্রেতাদের পছন্দসহিত হলে বাইরেও পাড়ি দিতে শুরু করেছে বলে জানা যায়। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: বীজ থেকে অপ্রয়োজনীয় জিনিস রকমারি কাটুম কুটুমই রোজগারের পথ দেখাচ্ছেন সুকুমার