New Business Idea: বিকল্প চাষে দিশা দেখাচ্ছেন সিরকাবাদের চাষিরা, কী বলছেন তাঁরা!
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
New Business Idea: সর্ষে চাষে লাভবান হচ্ছেন চাষিরা , তবে সেচের অভাবে বিপুল মাত্রায় হচ্ছে না এই চাষ!
advertisement
1/9

পুরুলিয়া: রুখা শুখা জেলা পুরুলিয়া। এক ফসলি জমিতে পরিপূর্ণ লাল মাটির এই জেলা। কারণ এই জেলার বেশিরভাগ জমি এক ফসলি। মূলত ধান চাষের উপরে নির্ভরশীল জেলার চাষিরা। প্রতীকী ছবি ৷
advertisement
2/9
বিকল্প চাষ খুব কম হয় এই জেলায়। তবে বর্তমানে অনেক চাষি বিকল্প চাষের চিন্তা-ভাবনা করছে। তার মধ্যে ধীরে , ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সর্ষে চাষ। প্রতীকী ছবি ৷
advertisement
3/9
পুরুলিয়ার আড়সা ব্লকের সিরকাবাদের আঁখ খুবই বিখ্যাত। এবার সেই সিরকাবাদ এলাকায় চাষ হচ্ছে সরিষা। আর এতেই কিছুটা হলেও আশার আলো দেখছেন চাষিরা। তবে সেচের অভাবে বিপুল মাত্রায় সরিষা চাষ করতে পারছেন না চাষিরা। প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এ বিষয়ে এলাকার চাষিরা বলেন , বিগত দু-তিন বছর থেকে তারা এই এলাকায় সরিষা চাষ করছেন। এতে তাদের বেশ খানিকটা লাভ হচ্ছে। তবে তাদের এলাকায় সবচেয়ে বড় সমস্যা হলো জল। সেচের যথাযথ ব্যবস্থা নেই এই এলাকায়। সেই কারণে এখানে ধুঁকছে আঁখ চাষ। প্রতীকী ছবি ৷
advertisement
5/9
একই রকম সমস্যা হচ্ছে সর্ষে চাষের ক্ষেত্রেও। তাই বাণিজ্যিকভাবে এই চাষ এই মুহূর্তে সম্ভব হয়ে উঠছে না তাদের পক্ষে। যতটুকু চাষ হচ্ছে ব্যক্তিগত ব্যবহারের কাজেই লেগে যাচ্ছে। প্রতীকী ছবি ৷
advertisement
6/9
যদি তাদের এলাকায় সেচের ব্যবস্থা করা হয় তাহলে আগামী দিনে সর্ষে চাষ ব্যাপক হারে করতে পারবেন এই এলাকার চাষিরা। প্রতীকী ছবি ৷
advertisement
7/9
যারা কৃষি কাজের উপর নির্ভরশীল তারা বিকল্প রোজগারের আশায় নিত্যনতুন কৃষি কাজের চিন্তাভাবনা করছেন। সর্ষে খুবই অর্থকারী একটি ফসল। প্রতীকী ছবি ৷
advertisement
8/9
এই চাষ করলে বেশ খানিকটা লাভবান হতে পারেন চাষিরা। পুরুলিয়ার সিরকাবাদ এলাকায় বিপুল মাত্রায় সরিষা চাষ হত না আগে। তবে বর্তমানে এই চাষের পরিমাণ বেশ খানিকটা বেড়েছে। প্রতীকী ছবি ৷
advertisement
9/9
এই এলাকার বহু চাষি সর চাষ করছেন। তাই আগামী দিনে এই সরিষা চাষ বিকল্প চাষের দিশা দেখাবে বলে মনে করছেন চাষিরা। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: বিকল্প চাষে দিশা দেখাচ্ছেন সিরকাবাদের চাষিরা, কী বলছেন তাঁরা!