TRENDING:

New Business Idea: আগাম করলা চাষ করে ভাল টাকা উপার্জন করুন, সুপারহিট ফর্মুলায় আয় বাড়বে

Last Updated:
New Business Idea: উচ্ছে বা করলার সবচেয়ে ক্ষতিকর পোকা হল মাছি পোকা বা ফল ছিদ্রকারী পোকা। এ পোকার হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই করলা চাষে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।উত্তর দিনাজপুর জেলার গ্রামেগঞ্জে বহু চাষী উচ্ছে বা করলা চাষের সঙ্গে যুক্ত।
advertisement
1/6
আগাম করলা চাষ করে ভাল টাকা উপার্জন করুন, সুপারহিট ফর্মুলায় আয় বাড়বে
উত্তর দিনাজপুর: শুরু করে দিন উচ্ছের বীজ বপনের প্রক্রিয়া। বছরে যে কোন সময় উচ্ছের বীজ লাগানো গেলেও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস উত্তম সময় এই করলার বীজ রোপণের। তবেই গরম এলে পাবেন প্রচুর পরিমাণে করলা এবং আগাম ফলনে লাভের মুখ দেখবেন চাষিরা। প্রতীকী ছবি ৷
advertisement
2/6
তবে এই সময় করলার বীজ রোপণের আগে অবশ্যই মেনে চলুন কিছু টিপস। কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান,করলা চাষের আগে অবশ্যই ২৪ ঘন্টা বীজ ভিজিয়ে তারপরেই করলা চাষ করুন। প্রতীকী ছবি ৷
advertisement
3/6
উচ্ছে বা করলার সবচেয়ে ক্ষতিকর পোকা হল মাছি পোকা বা ফল ছিদ্রকারী পোকা। এ পোকার হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই করলা চাষে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।উত্তর দিনাজপুর জেলার গ্রামেগঞ্জে বহু চাষী উচ্ছে বা করলা চাষের সঙ্গে যুক্ত। প্রতীকী ছবি ৷
advertisement
4/6
এ করলা চাষের জন্য সুনিষ্কাশিত জৈব পদার্থযুক্ত দোআঁশ ও বেলে-দোআঁশ মাটি অত্যন্ত ভালে।করলার বীজ বপন এর আগে মাটি ভালভাবে জল দিয়ে ভিজিয়ে নিয়ে ১৫-২০ দিন বয়সের চারা পরের দিন বিকেলে রোপণ করতে হবে। প্রতীকী ছবি ৷
advertisement
5/6
চারা মাটির দলাসহ লাগাতে হবে। তারপর গর্তে জল দিতে হবে। উচ্ছে বা করলায় আক্রমণকারী ক্ষতিকর পোকার হাত থেকে রক্ষা পেতে মাঝে মাঝে করলার গায়ে কীটনাশক স্প্রে কিংবা নি মোটো বা নিম জাতীয় স্প্রে করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/6
তাহলে এই পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যাওয়া যাবে। এই আগাম করলা চাষ করলেই মোটা টাকা উপার্জন করতে পারবেন। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: আগাম করলা চাষ করে ভাল টাকা উপার্জন করুন, সুপারহিট ফর্মুলায় আয় বাড়বে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল