New Business Idea: সোশ্যাল মিডিয়ার নেশা? এই আসক্তিকে কাজে লাগিয়েই করতে পারেন দেদার উপার্জন!
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
New Business Idea: আজকাল সোশ্যাল মিডিয়া যেন মানুষের জীবনে অপরিহার্য হয়ে পড়েছে। সারা বিশ্বেই ফেসবুক, ট্যুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দারুন জনপ্রিয়তা লাভ করেছে।
advertisement
1/9

আজকাল সোশ্যাল মিডিয়া যেন মানুষের জীবনে অপরিহার্য হয়ে পড়েছে। সারা বিশ্বেই ফেসবুক, ট্যুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দারুন জনপ্রিয়তা লাভ করেছে।
advertisement
2/9
আর সবথেকে বড় কথা হল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও আয়ের পথ প্রশস্ত করেছে। আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে বিভিন্ন রকম ব্যবসাও করা সম্ভব। কিন্তু কীভাবে? আজ সেই কথাই আলোচনা করা যাক।
advertisement
3/9
ছোট ব্যবসা, পণ্য, পরিষেবার প্রচার: নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। এছাড়া নিজের ব্র্যান্ডের প্রচার তো করাই যায়, সেই সঙ্গে নিজের পণ্য এবং পরিষেবাও বিক্রি করা যেতে পারে।
advertisement
4/9
ডিজিটাল পণ্য বিক্রয়: অনেকেই হয়তো এই উপায়ের কথা জানেন না। নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেল ব্যবহার করে ডিজিটাল পণ্য বিক্রি করা যায়। এই সব ডিজিটাল পণ্যের মধ্যে অন্যতম হল টেমপ্লেট, সফটওয়্যার, ই-বুক এবং আরও নানা কিছু।
advertisement
5/9
অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং পণ্যের প্রচার: অ্যাফিলিয়েট নেটওয়ার্ক প্রোগ্রামে যোগদান করে রিচ বাড়ানো যেতে পারে। সেই সঙ্গে পোস্ট থেকে নতুন লিডস অথবা সেলসের জন্য কমিশন উপার্জনও করা সম্ভব।
advertisement
6/9
সাউন্ডক্লাউডের মাধ্যমে ব্যবসা: গান গাইতে পারদর্শী? সেই সুরেলা কণ্ঠের জাদু ছড়িয়েই ব্যবসা করতে পারেন। সাউন্ডক্লাউডে নিজের অরিজিনাল মিউজিক বিক্রি করা সম্ভব। মিউজিক প্লে এবং অডিয়েন্স ইনসাইটের ভিত্তিতে রোজগার হবে।
advertisement
7/9
ইউটিউব পার্টনার প্রোগ্রাম: ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগদান করে ইউটিউব চ্যানেল থেকে দারুন আয় করা সম্ভব। এক্ষেত্রে কন্টেন্ট বানিয়ে সেই কন্টেন্টের উপর আসা বিজ্ঞাপন থেকেই মূলত আয়টা হয়।
advertisement
8/9
ইনফ্লুয়েন্সার নেটওয়ার্ক: বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বাজারজাত করার জন্য অনন্য উপায়ে নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করা যেতে পারে। স্পনসর্ড পোস্ট এবং পেইড সোশ্যাল শেয়ারিং অপরচুনিটি থেকে আয় হওয়া সম্ভব।
advertisement
9/9
ফেসবুক গ্রুপ: ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করেও তার থেকে প্রচুর রোজগার করা সম্ভব। টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছনো এবং একটি কমিউনিটি তৈরির জন্যই মূলত ফেসবুক গ্রুপ বানানো যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: সোশ্যাল মিডিয়ার নেশা? এই আসক্তিকে কাজে লাগিয়েই করতে পারেন দেদার উপার্জন!