New Business Idea: বাঁকুড়ার একদল মহিলা দেখিয়ে দিলেন রোজগারের নতুন পথ
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
New Business Idea: রোজগারের অনন্য পন্থা! শুরু করেছেন বাঁকুড়ার একদল মহিলা।
advertisement
1/8

বাঁকুড়া: স্বনির্ভর হচ্ছেন মহিলারা! কিভাবে হচ্ছেন জানলে অবাক হবেন। বাড়ির কাজের পাশাপাশি মহিলাদের বন্ধুদের মধ্যে নিজেদেরই যদি একটি গ্রুপ থাকে তাহলে এই বিজনেস করা যেতে পারে অনায়াসেই। রিপোর্টিং নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রতীকী ছবি ৷
advertisement
2/8
করছেন বাঁকুড়ার একদল মহিলা। এমন এক বিজনেস যার অর্ডার আসছে দুর্গাপুর-আসানসোল থেকে। কি ভাবছেন? এ কি বিজনেস? আসলে এটাকে বলে ক্যাটারিং সার্ভিস। প্রতীকী ছবি ৷
advertisement
3/8
মহিলা ক্যাটারিং সার্ভিস সচরাচর দেখা যায় না। তবে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে মহিলারাও এবার এই সম্মানজনক ব্যবসায় নেমেছেন। রোজগার করছেন, কেটেছে আর্থিক সমস্যা। প্রতীকী ছবি ৷
advertisement
4/8
বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের ওন্দা যুবসমাজ দ্বারা পরিচালিত , ওন্দা যুব সমাজ ক্যাটারার। ২০২৩ সালের নভেম্বর মাসে শুরু হয় অভিযান, মাত্র আটজন মহিলা যুক্ত হয়েছিলেন, আজ সেই সংখ্যাটা পৌঁছে ১৫ জনে। প্রতীকী ছবি ৷
advertisement
5/8
বর্তমান পরিস্থিতিতে যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে এবং মুদ্রাস্ফীতি ঘটছে, সেই দিকে নজর রাখলে একটি সাধারণ পরিবারে দুইজন উপার্জন না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। প্রতীকী ছবি ৷
advertisement
6/8
সেই কথা কি মাথায় রেখেই প্রথমে ইতস্তত বোধ করলেও পরবর্তীকালে মহিলা ক্যাটারারে যোগ দেন একাধিক মহিলা। বর্তমানে ওন্দা যুবসমাজ মহিলা ক্যাটারার, খাবার পরিবেশন এবং খাবার তৈরি করার কাজ করলেও পরবর্তীকালে ব্রাইডাল মেকআপ করার কথা ভাবছেন তাঁরা। প্রতীকী ছবি ৷
advertisement
7/8
মহিলাদের স্বনির্ভর হওয়ার যে কোনও উদ্যোগই সাধুবাদ পাওয়ার যোগ্য। প্রত্যন্ত বাঁকুড়ার মহিলারাও এগিয়ে আসছেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে। প্রতীকী ছবি ৷
advertisement
8/8
ব্যবসায়িক চিন্তাধারা এবং নতুন কিছু করার অনুপ্রেরণা তৈরি করছেন এই মহিলা ক্যাটারার গ্রুপ, তাদের দেখে আগ্রহী হচ্ছেন ঘরের গৃহবধুরাও। এভাবেই ছড়িয়ে পড়ছে স্বনির্ভরতার ভালো রোগ। প্রতীকী ছবি ৷