New Aadhar App: দিন ফুরিলো এলো আধার কার্ডের, আর সঙ্গে নিয়ে ঘুরতে হবে না! আসছে মোদি সরকারের নতুন আধার অ্যাপ, কী কী সুবিধা পাবেন জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
New Aadhar App: মোদি সরকারের নতুন আধার অ্যাপে যুক্ত হয়েছে ফেস আইডি ও কিউআর কোড যাচাইয়ের সুবিধা। ফটোকপির প্রয়োজন নেই, নিজের তথ্য নিজের নিয়ন্ত্রণে, যাচাইকরণ এখন হবে সম্পূর্ণ ডিজিটাল এবং UPI পেমেন্টের মতো দ্রুত, বিস্তারিত জানুন...
advertisement
1/10

নতুন যুগে আধার পরিষেবা। মোদি সরকার মঙ্গলবার একটি যুগান্তকারী আধার অ্যাপ চালু করেছে, যা আধার ব্যবহারের পদ্ধতিকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে বলে আশা করা হচ্ছে।
advertisement
2/10
কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স-এ (সাবেক টুইটার) এই নতুন অ্যাপের উদ্বোধন করেন এবং জানান, এই অ্যাপের মাধ্যমে দেশের নাগরিকরা ডিজিটাল আধার সুবিধা পেতে পারবেন।
advertisement
3/10
আধার অ্যাপের প্রযুক্তি। এই অ্যাপটিতে সংযোজন করা হয়েছে ফেস আইডি অথেন্টিকেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। পাশাপাশি রয়েছে কিউআর কোড ভিত্তিক তাৎক্ষণিক যাচাইকরণ সুবিধা।
advertisement
4/10
ফিজিকাল কার্ডের প্রয়োজন শেষ। নতুন এই অ্যাপ ব্যবহারের ফলে নাগরিকদের আর ফিজিকাল আধার কার্ড বা তার ফটোকপি বহন করতে হবে না, যেমন হোটেল বুকিং বা ভ্রমণের সময়।
advertisement
5/10
একটি UPI-এর মতো সহজ যাচাই। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আধার যাচাই এখন UPI পেমেন্ট করার মতোই সহজ হয়ে যাবে। QR কোড স্ক্যান করলেই তথ্য যাচাই হয়ে যাবে।
advertisement
6/10
ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে। এই আধার অ্যাপে ব্যবহারকারীরা কেবল প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারবেন। সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে, যা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে।
advertisement
7/10
ডিজিটাল ও নিরাপদ। এই অ্যাপটি পুরোপুরি ডিজিটাল, এবং ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোনো তথ্য শেয়ারযোগ্য নয়। এটি একশো শতাংশ নিরাপদ ও ব্যবহারযোগ্য।
advertisement
8/10
ফেস ভেরিফিকেশন প্রযুক্তি। QR কোড স্ক্যান করলেই অ্যাপ ব্যবহারকারীর মুখমণ্ডল চিহ্নিত করে তাকে তাৎক্ষণিকভাবে সনাক্ত করবে, এতে সময়ও কম লাগবে।
advertisement
9/10
সাধারণ ব্যবহারকারীর উপকার। এই অ্যাপের মাধ্যমে ট্রেন ভ্রমণ, হোটেল রেজিস্ট্রেশন, বা কেনাকাটার সময় আধার ফটোকপি দিতে হবে না – শুধু অ্যাপ থেকে স্ক্যান করলেই হবে।
advertisement
10/10
শিগগিরই দেশজুড়ে প্রয়োগ। বর্তমানে অ্যাপটি বেটা টেস্টিং পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এটি দেশজুড়ে চালু হবে এবং কোটি কোটি নাগরিক এই সুবিধা ভোগ করতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Aadhar App: দিন ফুরিলো এলো আধার কার্ডের, আর সঙ্গে নিয়ে ঘুরতে হবে না! আসছে মোদি সরকারের নতুন আধার অ্যাপ, কী কী সুবিধা পাবেন জানুন...