TRENDING:

LPG Cylinder Booking: উৎসবের মরশুমে Bumper Dhamaka! রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করলেই পেয়ে যাবেন হাজার হাজার টাকার সোনা

Last Updated:
Indian Oil Corporation Limited, IOCL LPG|Bharat Gas|Indane Gas |HP Gas: মাত্র কয়েকদিনের এই সুযোগ হাজার হাজার টাকার সোনা আসতে পারে আপনারই ঘরে
advertisement
1/9
রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করলেই পেয়ে যাবেন হাজার হাজার টাকার সোনা
একটু একটু করেই দেশভর উৎসবের মরশুম (Across the nation Season of festival about to begins) শুরু হয়ে গিয়েছে ৷ তবে এইবার উৎসবের মরশুম শুরু হতেই বিশাল বড় সিদ্ধান্ত (Massive decision) নেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
উৎসবের মরশুম শুরুর আগেই সাধারণ মানুষের উপরে ধাক্কা লেগেছে কেননা রান্নার গ্যাসের (LPG Price) দাম বেড়েছে আরও একবার ৷ দীর্ঘশ্বাস উঠেছে প্রতিটি সাধারণ মানুষ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
নবরাত্রি অফার (Navratri Offer) ৭ থেকে ১৬ অক্টোবরের (October 07, October 16, 2021) মধ্যে পেটিএমের মাধ্যমে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করলে ৫ জন ভাগ্যবান বিজয়ী পাবেন ১০,০০১ টাকার সোনা জেতার বিশাল মুহূর্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
সম্প্রতি পেটিএমের উপভোক্তারা (Paytm User) জানিয়েছেন তাঁদের রান্নার গ্যাস বুক করার মধু অভিজ্ঞতার কথা ৷ সংস্থার নতুন ফিচার জুড়েছে এবং ডেলিভারি ট্র্যাক করার বিশেষ সুবিধা পাওয়া যায় ৷ এছাড়াও পেটিএমের পক্ষ থেকে সিলিন্ডার রিফিলিং (Cylinder Refilling)-এর জন্য বারেবারে রিমাইন্ডারও দিয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
ছাড়াও পেটিএমের পক্ষ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বুক (LPG Cylinder booking thorough Paytm) করলে গ্রাহকদের ১,০০০ টাকা ক্যাশব্যাকের মত উপহার দিয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
তবে সব থেকে বড় ধামাকা এইবার হতে চলেছে কেননা ইন্ডেন (Indane), ভারত গ্যাস (Bharat Gas), হিন্দুস্তান পেট্রোলিয়ামের (Hindustan Petrolium) রান্নার গ্যাসের সিলিন্ডার (LPG Cylinder Booking) বুক করলেই নবরাত্রি গোল্ড অফারে ১০ হাজার টাকার সোনা জিততে পারবেন গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
পেটিএমের মাধ্যমে রান্নার গ্যাস (LPG Booking through Paytm) বুক করতে হলে গ্রাহকদের সর্বপ্রথমে বুক গ্যাস সিলিন্ডার (LPG Cylinder booking) ট্যাবে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
সেখানে রান্নার গ্যাস সরবরাহকারী (LPG service Provider) সংস্থা সিলেক্ট করতে হবে, তারপরে মোবাইল নম্বর (Mobile Number) দিতে হবে, ঠিক এরপরেই এলপিজি আইডি (LPG Customer ID) ও কনজিউমার নম্বর (Consumer ID) দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
যেখানে পেটিএম ওয়ালেট (Paytm Wallet), পেটিএম ইউপিআই (Paytm UPI), কাইর্স, নেট ব্যাঙ্কিং (Nat Banking), বা পেটিএম পোস্ট পেইডের (Paytm Post Paid) মত বিকল্প আছে ৷ গ্রাহকদের রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন এই মাসে টাকা দিতে হবে পরের মাসে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder Booking: উৎসবের মরশুমে Bumper Dhamaka! রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করলেই পেয়ে যাবেন হাজার হাজার টাকার সোনা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল