New Wage Code: নতুন ওয়েজ কোডে বড়সড় পরিবর্তন! সপ্তাহে তিনদিন ছুটি, ৫০ শতাংশ বেসিক স্যালারি, Earned Leave ৩০০?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
New Wage Code: শ্রমজীবী মানুষদের জন্য বিরাট আপডেট!
advertisement
1/14

শ্রমমন্ত্রকের ওয়েজ কোড সমস্ত ক্ষেত্রেই এইচআরের সঙ্গে চর্চা করছে ৷ কেন্দ্রীয় সরকার (Central government) বিগত কয়েক বছর ধরেই এই নিয়ম কার্যকর করার প্রচেষ্টায় আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
কিন্তু বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে খসড়ার কাজ সম্পন্ন হয়নি বলেই কাজ সম্পন্ন হতে পারেনি ৷ তবে আশা করা হচ্ছে এই বছর কাজ সম্পন্ন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
জি বিজনেস সূত্রে জানতে পারা গিয়েছে রাজ্যের শ্রম আইন নিয়ে বিভিন্ন রকমের ইনপুটে চর্চা চলছে ৷ এমনই খবর রয়েছে ৷ নতুন শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
নতুন লেবার কোডে (New Labour Code) বেশ কিছু সংশোধন করার সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ বেতন পরিকাঠামোতে পরিবর্তন আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
একই সঙ্গে গিগ (Gig) ও প্ল্যাটফর্ম ওয়ার্কারদের (Platform workers) ক্ষেত্রেই সামাজিক সুরক্ষা কল্যাণতন্ত্রের উপরে কাজ করা যেতে পারে ৷ নতু লেবার কোড ২০১৯-এ সংসদে প্রস্তাব করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
এই নতুন নিয়মের অন্তর্গত আর্নড লিভ (Earned Leave) অর্থাৎ সবেতন ছুটি বছরে ২৪০ থেকে বেড়ে ৩০০ হতে পারে ৷ নতুন লেবার কোডের নিয়মানুযায়ী শ্রমমন্ত্রক বিনিয়োগ জগতের প্রতিনিধিদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে চর্চা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
যেখানে কর্মচারীদের Earned Leave ২৪০ থেকে বেড়ে ৩০০ করার দাবি হচ্ছে ৷ একই সঙ্গে বদলাবে বেতনের পরিকাঠামো ৷ টেক হোম স্যালারি (Take Home Salary) কমার সম্ভাবনা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
কেননা নতুন ওয়েজ কোড (Wage Code Act), 2019 এর অন্তর্গত কর্মচারীদের বেসিক স্যালারি (Cost To Company-CTC), ৫০ শতাংশের কম হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
অনেক সংস্থাই বর্তমানে বেসিক স্যালারির পরিমাণ কমিয়ে বেশ কিছু ভাতা যোগ করেছে তার সঙ্গে ৷ যাতে সংশ্লিষ্ট সংস্থার বোঝা কমে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
কোনও কর্মীর Cost-to-company (CTC) তিন থেকে চারটি কম্পোনেন্ট হবে ৷ বেসিক স্যালারি হাউজ রেন্ট অ্যালাউন্ট (HRA), রিটায়ারমেন্ট বেনিফিট বা প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, পেনশন, কর বাঁচানোর ভাতা যেমন LTA ও বিনোদনমূলক কর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
কোনও কর্মচারীর বেতন যদি ৫০,০০০ টাকা প্রতি মাসে হয়ে থাকে তাঁর বেসিক স্যালারি কম করে ২৫,০০০ টাকা হতেই হবে ৷ বাকি ২৫,০০০ টাকা বিভিন্ন ভাতার অন্তর্গত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
নতুন ওয়েজ কোডের মাধ্যমে যাঁরা অফিসে কাজ করেন অর্থাৎ বেতনভোগী শ্রেণি, মিল বা কারখানায় কর্মরত মজুরদের উপরে সরাসরি প্রভাব পড়বে ৷ কর্মীদের বেতন থেকে ছুটি সমস্ত কিছুই বদলে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
নতুন ওয়েজ কোডে বদলে যাবে প্রতিদিনের কাজের সময় বেড়ে ১২ ঘণ্টা হয়ে যাবে ৷ শ্রম ও রোজগার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতে হবে কর্মীদের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
বেশ কিছুই ইউনিয়ন প্রতিদিন ১২ ঘণ্টা করে কাজ ও সপ্তাহে তিনদিন ছুটি নিয়মের ক্ষেত্রে প্রশ্নচিহ্ন তুলেছেন ৷ কেন্দ্রের পক্ষ থেকে সাফাইয়ে জানানো হয়েছে যদি কর্মীরা ৮ ঘণ্টা কাজ করতে চান সেক্ষেত্রে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে ৷ একদিন ছুটি পাবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Wage Code: নতুন ওয়েজ কোডে বড়সড় পরিবর্তন! সপ্তাহে তিনদিন ছুটি, ৫০ শতাংশ বেসিক স্যালারি, Earned Leave ৩০০?