Mutual Fund বাছতে গিয়ে হিমসিম? এখানে রইল সেরা ১০ ফান্ডের তালিকা, বিনিয়োগ এখন আরও সহজ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ডে ফান্ড বাছাই করতে গিয়ে সমস্যায় পড়েন বিনিয়োগকারীরা। কোন ফান্ডে বিনিয়োগ করলে ভাল রিটার্ন মিলবে, বাছতে গিয়ে হিমসিম দশা হয়।
advertisement
1/8

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে নিশ্চিত রিটার্ন মেলে। কিন্তু রিটার্নের হার মুদ্রাস্ফীতিকে হারাতে পারে না। একমাত্র মিউচুয়াল ফান্ডেই সেই সুযোগ রয়েছে। কিন্তু মিউচুয়াল ফান্ডে ফান্ড বাছাই করতে গিয়ে সমস্যায় পড়েন বিনিয়োগকারীরা। কোন ফান্ডে বিনিয়োগ করলে ভাল রিটার্ন মিলবে, বাছতে গিয়ে হিমসিম দশা হয়।
advertisement
2/8
গত পাঁচ বছরে বিভিন্ন মার্কেট সেগমেন্টে জুড়ে উল্লেখযোগ্য রিটার্ন দিয়েছে একাধিক মিউচুয়াল ফান্ড। AMFI-এর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মিড ক্যাপ বিভাগের সেরা ১০ মিউচুয়াল ফান্ডের মধ্যে সবার প্রথমে রয়েছে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড।
advertisement
3/8
কোয়ান্টের পরেই রয়েছে মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড এবং মহিন্দ্রা ম্যানুলাইফ মিড ক্যাপ ফান্ড। অন্যান্য উল্লেখযোগ্য পারফর্মারদের মধ্যে রয়েছে পিজিআইএম ইন্ডিয়া মিডক্যাপ অপরচুনিটিজ ফান্ড, এডেলওয়েইস মিড ক্যাপ ফান্ড এবং বরোদা বিএনপি পারিবাস মিডক্যাপ ফান্ড।
advertisement
4/8
এইচডিএফসি মিড-ক্যাপ অপরচুনিটিজ ফান্ড, কোটাক ইমার্জিং ইক্যুইটি ফান্ড, এসবিআই ম্যাগনাম মিডক্যাপ ফান্ড, এবং ইনভেসকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও সেরা ১০ ফান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে। আগামীদিনেও এই ফান্ডগুলির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে মিড ক্যাপ স্টকে এই ফান্ডগুলিকেই সবচেয়ে বেশি পছন্দ করছেন বিনিয়োগকারীরা।
advertisement
5/8
রিটার্নের ভিত্তিতে সেরা ১০ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড: বছরে গড়ে ৩৩.৩৩ শতাংশ রিটার্ন দিয়ে শীর্ষে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড। বার্ষিক গড় রিটার্ন ২৮.১৩ শতাংশ।
advertisement
6/8
তালিকায় মাহিন্দ্রা ম্যানুলাইফ মিড ক্যাপ ফান্ড রয়েছে তৃতীয় স্থানে। ২৭.২১ শতাংশ গড় বার্ষিক রিটার্ন দিয়েছে। চতুর্থ স্থানে রয়েছে পিজিআইএম ইন্ডিয়া মিডক্যাপ অপরচুনিটিজ ফান্ড। বার্ষিক গড় রিটার্নের পরিমাণ ২৭.১২ শতাংশ। এডেলউইস মিড ক্যাপ ফান্ড তালিকার পঞ্চম স্থানে রয়েছে। গড় বার্ষিক রিটার্ন ২৫.৮৯ শতাংশ।
advertisement
7/8
ষষ্ঠ স্থানে রয়েছে বরোদা বিএনপি পরিবাস মিডক্যাপ ফান্ড। গড় বার্ষিক রিটার্নের পরিমাণ ২৪.৮৭ শতাংশ। রিটার্নের ভিত্তিতে সপ্তম স্থানে রয়েছে এইচডিএফসি মিড-ক্যাপ অপরচুনিটিজ ফান্ড। ২৪.৭৫ শতাংশ গড়ে বার্ষিক রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। কোটক ইমার্জিং ইক্যুইটি ফান্ড অষ্টম স্থানে রয়েছে। গড় বার্ষিক রিটার্নের পরিমাণ ২৪.২২ শতাংশ।
advertisement
8/8
নবম স্থানে রয়েছে এসবিআই ম্যাগনাম মিডক্যাপ ফান্ড। গড় বার্ষিক রিটার্ন ২৪.০৯ শতাংশ। তালিকায় দশম স্থানে ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড। গড় বার্ষিক রিটার্ন ২৪.০৮ শতাংশ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund বাছতে গিয়ে হিমসিম? এখানে রইল সেরা ১০ ফান্ডের তালিকা, বিনিয়োগ এখন আরও সহজ