Mustard Oil Price: সর্ষের তেলের দামে রেকর্ড পতন! গত ৩ বছরে এত কমেনি দর! লিটার প্রতি 'রেট' কত?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mustard Oil Price: গত কয়েক সপ্তাহ ধরেই সর্ষের তেলের দামের ওঠাপড়া অব্যাহত। এবার ফের একবার দাম কমল সর্ষের তেলের। মধ্যবিত্তের জন্য এখন তেল কেনার সুবর্ণ সুযোগ।
advertisement
1/7

গত কয়েক সপ্তাহ ধরেই সর্ষের তেলের দামের ওঠাপড়া অব্যাহত। এবার ফের একবার দাম কোমল সর্ষের তেলের। মধ্যবিত্তের জন্য এখন তেল কেনার সুবর্ণ সুযোগ।এখন যদি সর্ষের তেল না কিনে থাকেন তাহলে আফসোস করতে হবে।
advertisement
2/7
সর্ষের তেলের দামে আচমকা বিরাট পতন। পুরোনো দাম থেকে দাম কমল প্রায় ৬০ টাকা প্রতি লিটারে।
advertisement
3/7
দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের অনেক জেলায় সর্ষের তেল লিটার প্রতি ১৫০ থেকে ১৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফলে বিক্রিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।
advertisement
4/7
উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে তিন বছরের মধ্যে প্রথমবার এত সস্তায় বিক্রি হচ্ছে সর্ষের তেল। এখানে আপনি সর্ষের তেল কিনতে পারবেন, মাত্র ১৫৬ টাকাতে। দাম কম দেখে ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে।
advertisement
5/7
সীতাপুরে সর্ষের তেলের দাম তলানিতে এসে থেকেছে। প্রতি লিটার ১৫৪ টাকায় কিনতে পারবেন তেল এই শহরে।
advertisement
6/7
এছাড়াও হারদোইতে সর্ষের তেল প্রতি লিটার ১৫৭ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে মানুষের মধ্যে তেল কিনতে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। শাহজাহানপুরেও তেলের দামের উল্লেখযোগ্য পতন অব্যাহত রয়েছে। এখান থেকে আপনি প্রতি লিটার ১৫৩ টাকা দরে তেল কিনতে পারবেন।
advertisement
7/7
এছাড়া সাহারানপুরে সর্ষের তেল প্রতি লিটার ১৫৬ টাকায় বিক্রি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি আপনি এই যাত্রায় সর্ষের তেল কেনার সুযোগ হাতছাড়া করেন, তাহলে আপনাকে অনুতপ্ত হতে হবে। কারণ বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Mustard Oil Price: সর্ষের তেলের দামে রেকর্ড পতন! গত ৩ বছরে এত কমেনি দর! লিটার প্রতি 'রেট' কত?