TRENDING:

Multibagger Stock: ৯ মাসে ১৪৭ টাকার শেয়ার পৌঁছে গিয়েছে ৭,৭৭৯ টাকায়, এক নজরে দেখে নিন এই মাল্টিব্যাগার পেনি স্টক!

Last Updated:
EKI Energy Share Price: ৯ মাসে ইকেআই এনার্জি কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রায় ৫১৯২ শতাংশ।
advertisement
1/5
৯ মাসে ১৪৭ টাকার শেয়ার পৌঁছে গিয়েছে ৭,৭৭৯ টাকায়, এক নজরে এই মাল্টিব্যাগার স্টক
২০২১ সালে একটি কোম্পানির শেয়ার প্রায় ৫০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। ২০২১ সালের এপ্রিল মাস থেকে শুরু করে মাত্র ৯ মাসেই এই কোম্পানির শেয়ার এই রিটার্ন দিয়েছে। সেই কোম্পানির নাম হল ইকেআই এনার্জি (EKI Energy)। ২০২১ সালের এপ্রিল মাসে ইকেআই এনার্জি কোম্পানির শেয়ারের দাম ছিল ১৪৭ টাকা। ৯ মাসে অর্থাৎ ২০২১ সালের ২৪ ডিসেম্বর ইকেআই এনার্জি কোম্পানির শেয়ারের দাম ১৪৭ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৭,৭৭৯ টাকায়। Photo: News18 Hindi
advertisement
2/5
সুতরাং ৯ মাসে ইকেআই এনার্জি কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রায় ৫১৯২ শতাংশ। এক নজরে দেখে নেওয়া যাক এই মাল্টিব্যাগার পেনি স্টকের খুঁটিনাটি। ১৮০ মিলিয়ন জোগাড়ের প্ল্যান: ২০১১ সালে স্থাপন করা হয়েছে ইকেআই এনার্জি কোম্পানি। ২০২১ সালের এপ্রিল মাসে ইকেআই এনার্জি কোম্পানি তাদের ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে এসে প্রায় ১৮০ মিলিয়ন টাকা জোগাড় করার চেষ্টা করেছিল এবং প্রথম দিনেই এই শেয়ারের দাম ১৪৭ টাকায় লিস্টিং হয়। এর পর থেকেই ইকেআই এনার্জি কোম্পানি একটানা গ্রোথ করে চলেছে, কারণ ইকেআই এনার্জি কোম্পানির শেয়ারের গ্রোথ হয়ে চলেছে।
advertisement
3/5
ইকেআই এনার্জি কোম্পানির শেয়ার প্রতিদিন প্রায় ৫ শতাংশ হারে বৃদ্ধি হয়ে চলেছে। মাঝে ইকেআই এনার্জি কোম্পানির শেয়ারে কিছুটা পতন দেখা গেলেও এই কোম্পানির শেয়ার আবার তেজ গতিতে এগিয়ে চলেছে।
advertisement
4/5
ইকেআই এনার্জি কোম্পানি ভারতে কার্বন ক্রেডিট (Carbon Credit) ইন্ডাস্ট্রির মধ্যে একটি বড় কোম্পানি হল ইকেআই এনার্জি কোম্পানি। এই কোম্পানি ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজরি (Climate Change Advisory), কার্বন ক্রেডিট ট্রেডিং (Carbon Credits Trading), বিজনেস এক্সেলেন্স অ্যাডভাইজরি (Business Excellence Advisory), ইলেকট্রিক্যাল সেফটি অডিট (Electrical Safety Audits) ইত্যাদি পরিষেবা প্রদান করে থাকে। কিন্তু ইকেআই এনার্জি কোম্পানির প্রধান ব্যাসা হল কার্বন ক্রেডিট ট্রেডিং।
advertisement
5/5
কার্বন ক্রেডিট কার্বন ক্রেডিট হল এক ধরনের প্রমানপত্র। যার মাধ্যমে সুনিশ্চিত করা হয়, বাতাস থেকে সংগ্রহ করা হবে ১ টন কার্বন ডাই অক্সাইড। এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় গাছ লাগিয়ে এবং বিভিন্ন ধরনের উপায়ের প্রয়োগ করে। এর পর সেই কার্বন ডাই অক্সাইড দিয়ে কার্বন বাজারে ব্যবসা করা হয়। এই ব্যবসাকেই বলা হয় কার্বন ক্রেডিট ট্রেডিং। ইকেআই এনার্জি কোম্পানির শেয়ার পরিণত হয়েছে মাল্টিব্যাগার স্টকে। এই শেয়ারে বিনিয়োগকারীরা পেয়েছে ভালো রিটার্ন, কারণ এই কোম্পানির শেয়ার বিগত ৯ মাসে প্রায় ৫০০ শতাংশ রিটার্ন দিয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stock: ৯ মাসে ১৪৭ টাকার শেয়ার পৌঁছে গিয়েছে ৭,৭৭৯ টাকায়, এক নজরে দেখে নিন এই মাল্টিব্যাগার পেনি স্টক!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল