Multibagger Stock: বিনিয়োগে বিরাট লাভ! আড়াই হাজার শতাংশ রিটার্ন, মাত্র ১ বছরে এক লক্ষ হয়েছে ২৫ লক্ষ টাকা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Handsome Return over Investment|Multibagger Stock 2021|Sahar Market latest News|Bombay Stock Exchange|Kolkata Share Market News|Profitable Investment|Business: বিরাট খবর, এই স্টক ২,৫০০ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ ৩৬ টাকার শেয়ার পৌঁছেছে ৯৪০ টাকায়
advertisement
1/8

বিগত এক বছরে শেয়ার মার্কেটে অত্যন্ত উথাল পাথাল দেখতে পাওয়া গিয়েছে ৷ তবুও এমন কিছু স্টক আছে যা ভারতীয় বাজারে বিনিয়োগকারীদের জমিয়ে রোজগারের রাস্তা করে দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
এমন কিছু মাল্টিব্যাগার স্টক (earn money from multibagger stock) আছে যা বিনিয়োগকারীদের মালামাল করেছে ৷ এর মধ্যেই অন্যতম এক্সপ্রো ইন্ডিয়া (Xpro India) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
এক্সপ্রো ইন্ডিয়া এক বছরে শেয়ার হোল্ডারদের প্রায় ২,৫০০ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ ৪ জানুয়ারি ২০২১-এ যে শেয়ারের দাম ছিল ৩৬.২০ টাকা সেই শেয়ারেরই দাম ৪ জানুয়ারি ২০২২-এ হয়েছে ৯৪০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
এই মাল্টি ব্যাগার স্টক (Multibagger Stock) বিগত ১২ মাসে ২,৪৬৯ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ এই সময়ে সেনসেক্স ২৩.৬১ চড়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
৪ জানুয়ারি ২০২১-এ এক্সপ্রো ইন্ডিয়া (Xpro India)-র শেয়ারে বিনিয়োগ করা টাকা এক বছরের মধ্যে দাঁড়িয়েছে ২৫.৯৬ লক্ষ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
বম্বে স্টক এক্সচেঞ্জে স্মল ক্যাপ স্টকে ৯৩৭.৩৫ টাকা থেকে পড়ে গিয়েছে ৪.৯৪ শতাংশ ৷ একই সঙ্গে তার দাম হয়েছে ৮৯১ টাকা নিচু স্তরে ছুঁয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
এক্সপ্রো ইন্ডিয়া (Xpro India) স্টক ৫০ দিন, ১০০ দিন, ২০০ দিনের মুভিং অ্যাভারেজের বেশি কিন্তু ৫ দিনের মুভিং অ্যাভারেজে কম কাজ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
৮ ডিসেম্বর ২০২১-এ ৫২ সপ্তাহে উচ্চস্তর ১,০১৫ টাকা, ১ জানুয়ারি ২০২১ ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ৩৪.৫০ টাকায় ছিল ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stock: বিনিয়োগে বিরাট লাভ! আড়াই হাজার শতাংশ রিটার্ন, মাত্র ১ বছরে এক লক্ষ হয়েছে ২৫ লক্ষ টাকা