How To Save Money: সঞ্চয় করতে পারছেন না কিছুতেই? এই টিপসগুলো মাথায় রাখুন, অল্প সময়েই মোটা টাকা জমাতে পারবেন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
How To Save Money: আর্থিক বিশেষজ্ঞরা আয় অনুযায়ী খরচ করার পরামর্শ দেন। তাঁদের মতে, এই অভ্যাস জরুরী।
advertisement
1/7

মুদ্রাস্ফীতির এই যুগে অর্থ সঞ্চয় করা ততটাই গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ সঞ্চয়। আজকাল আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। ফলে টাকা বাঁচানো কঠিন হয়ে পড়ে। আর্থিক বিশেষজ্ঞরা আয় অনুযায়ী খরচ করার পরামর্শ দেন। তাঁদের মতে, এই অভ্যাস জরুরী।
advertisement
2/7
আর্থিক অবস্থা মজবুত করতে চাইলে উপার্জনের একটা অংশ সঞ্চয় করতে হবে। ভবিষ্যতের কথা ভেবেই এই কাজ করা উচিত। পাশপাশি এটা একটা অভ্যাসও। তবে অর্থ সঞ্চয় করতে চাইলে সবার আগে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে।
advertisement
3/7
বিশেষজ্ঞরা বলেন, সঞ্চয়ের অভ্যাস একবার তৈরি হয়ে গেলে অল্প সময়ের মধ্যে মোটা টাকা জমানো সম্ভব। তবে শুধু সঞ্চয় করলে হবে না, সঞ্চয়ের অর্থ সঠিক জায়গায় ব্যবহার করাও প্রয়োজন। তবেই মোটা কর্পাস জমা হবে। এখানে সেরকমই কিছু টিপস দেওয়া হল, যেগুলো মাথায় রাখলে যে কেউ অর্থ সঞ্চয়, ভাল জায়গায় বিনিয়োগ এবং কম সময়ে মোটা টাকা জমাতে পারবেন।
advertisement
4/7
অযথা খরচ এড়িয়ে চলতে হবে: সঞ্চয় করতে চাইলে বাড়াবাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ অযথা খরচ করা চলবে না। এর জন্য মাসের শুরুতেই বাজেট ঠিক করে নেওয়া যায়। সেই অনুযায়ী খরচ বেঁধে রাখতে হবে। কোথায়, কত টাকা খরচ হচ্ছে এবং কোন খরচ বন্ধ করা উচিত, সেটা সবার আগে জানা দরকার। এটাই ব্যয় পরিচালনা এবং সঞ্চয়ের সবচেয়ে সহজ উপায়।
advertisement
5/7
তাড়াহুড়ো করে কেনাকাটা উচিত নয়: তাড়াহুড়োয় কেনাকাটা উচিত নয়। কোনও জিনিস পছন্দ হলেই সেটা কিনতে ছোটা, চলবে না। আগে ভাবতে হবে, সেই জিনিসটার আদৌ প্রয়োজন আছে কি না। বুঝতে হবে। তারপর কেনাকাটা। দামি জিনিস কেনার আগে একশোবার ভাবা উচিত। তেমন হলে স্মার্ট শপিং পদ্ধতি অবলম্বন করা যায়। কোন কোন জিনিস কেনা প্রয়োজন, প্রথমে তার একটা তালিকা করতে হবে। সেই অনুযায়ী কেনাকাটা করতে হবে। এতে পছন্দ হলেই কিনে ফেলার অভ্যাস অনেকটা কমবে। অতিরিক্ত জিনিস কেনাও এড়ানো যাবে।
advertisement
6/7
অনেক সময় অনলাইনে এই সব জিনিস কম দামে পাওয়া যায়। তাই কেনাকাটার সময় তাড়াহুড়ো করা উচিত নয়। একটা জিনিস কেনার আগে অন্তত দুটো জায়গার দাম দেখা উচিত। যেখানে কম দামে মিলবে সেখান থেকেই কেনা উচিত।
advertisement
7/7
অনলাইন শপিং নৈব নৈব চ: আজকাল বেশিরভাগ মানুষই অনলাইনে কেনাকাটা করেন। বাজারে আর যান না। অনলাইনে চোখ ধাঁধানো ডিসকাউন্ট মেলে। এটা কিন্তু ফাঁদ। ডিসকাউন্টের লোভেই প্রয়োজন না থাকলেও অনেক সময় দামি জিনিস কিনে ফেলে মানুষ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
How To Save Money: সঞ্চয় করতে পারছেন না কিছুতেই? এই টিপসগুলো মাথায় রাখুন, অল্প সময়েই মোটা টাকা জমাতে পারবেন